ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজ শেষ হয়নি

শরণখোলায় সড়ক বেহাল ॥ ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৬:১২, ৯ সেপ্টেম্বর ২০১৭

শরণখোলায় সড়ক বেহাল ॥ ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় গ্রামীণ জনপদের উন্নয়নের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নানা অনিয়ম ও দুর্নীতিসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভাগের দুর্বল তদারকির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজ শেষ না হতেই তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ঠিকাদার ও প্রকৌশল দফতরের কতিপয় অসাধু ব্যক্তির অনিয়মের কারণে গ্রামীণ জনপদের রাস্তা, কালভার্ট ও ব্রিজসহ সরকারের বহু উন্নয়নমূলক প্রকল্প দৃশ্যমান হলেও তার কাক্সিক্ষত সুফল জনগণ পাচ্ছেন না। বছর ঘুরতে না ঘুরতেই মেরামত কিংবা নবনির্মিত সড়কগুলোতে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের কারণে তা খানাখন্দে ভরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে অবস্থা আরও চরমে পৌঁছছে। বাড়ছে জনসাধারণের দুর্ভোগ। তবে, স্থানীয় একাধিক ঠিকাদার দাবি করেন, পূর্বের চেয়ে উপকরণের মূল্য ও পরিবহন ব্যয় ও ‘উপরি’ রেট বেড়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাদের বাধ্য হয়ে নানা অনিয়মের আশ্রয় নিতে হচ্ছে। জানা যায়, গত (জুন ২০১৬-১৭ অর্থবছর) এক বছরে উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার কার্পেটিং সড়ক এবং পৌনে দুই কোটি টাকা ব্যয়ে ৭টি মফস্বল হাটবাজারকে আধুনিকায়ন করা হয়েছে। সরকারী অর্থায়নে উন্নয়ন হওয়া ওই সকল প্রকল্পের দেখভালের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা। জনসাধারণের মতে, কাজের গুণগত মান সঠিক না হওয়ায় স্থায়ী হওয়ার বিষয়টি যারা দেখভাল করেন তারাই ঠিকাদারের সঙ্গে মিলেমিশে চরম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় রাস্তা মেরামত কিংবা নির্মাণ শেষে হস্তান্তরের ছয় মাস থেকে এক বছরের মধ্যে খানাখন্দ, ফাটল, নির্মাণাধীন ভবনগুলোর আস্তর খসে পড়াসহ নানা সমস্যা দেখা দেয়। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দায়সারা কাজ করে প্রতিবছর সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও কাজরে গুণগত মান নিম্নমানের হওয়ায় সাধারণ মানুষ এর সুফল বেশিদিন উপভোগ করতে পারছে না। অপরদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদর রায়েন্দাবাজার আধুনিকায়ন প্রকল্প ধানসাগর ইউপি রাজাপুর ৭৫০ মিটার সড়ক, ফকিরবাড়ি বানিয়াখালীর ৫০০ মিটার সড়ক, আমতলী-বাধাল ২ কিলোমিটার সড়ক, বাধাল-বানিয়াখালী দেড় কিলোমিটার, কুলুবাড়ি থেকে আনোয়ার ফকিরবাড়ি পর্যন্ত ৫০০ মিটার সড়কের কার্পেটিং চলছে।
×