ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু ॥ মালিক আটক

প্রকাশিত: ০৬:১১, ৯ সেপ্টেম্বর ২০১৭

বিদ্যুতস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু ॥ মালিক আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় কয়েল কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরাফাত (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক হারুন মিয়াকে আটক করেছে। শুক্রবার বেলা ১১টায় সোনালী কয়েল কারখানায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আরাফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি আব্দুস সাত্তার ঘটনাটি স্বীকার করে জানান, আরাফাত স্টিলের মই দিয়ে বিদ্যুতের কাজ করতে গেলে সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। আমরা জিজ্ঞাবাদের জন্য কারখানার মালিক হারুন মিয়াকে আটক করেছি। নওগাঁয় পার্কের সুইমিংপুলে পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ সেপ্টেম্বর ॥ শহরের ভবানিপুর মহল্লায় ডানা পার্কের সুইমিংপুলের পানিতে পড়ে গিয়ে শিফা (৬) নামে শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পার্ক কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বে অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত শিফা পাশের বগুড়া জেলার শহীদ চান্দু স্টেডিয়াম মহল্লার ফারুক হোসেনের মেয়ে বলে জানা গেছে। ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ থানাসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। জানা গেছে, শিশু শিফা তার মা শিলা বেগমের সঙ্গে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে ডানা পার্কে বেড়াতে আসে। বেড়ানোর এক ফাঁকে মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটি সুইমিংপুলে চলে যায় । পরে যে কোন সময় সে সুইমিংপুলের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নওগাঁ ফায়ার সার্ভিসের লোকজন ওই সুইমিংপুল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
×