ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:১০, ৯ সেপ্টেম্বর ২০১৭

 রাজশাহীতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে রাজশাহীতে। শুক্রবার সকালে নগরীর কাজলা এলাকার হেরিটেজ আরকাইভসের সেমিনার কক্ষে এ কোর্সের সূচনা বক্তব্য দেন প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুনতাসীর মামুন। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র, খুলনা এ কোর্সের আয়োজন করেছে। প্রশিক্ষণ কোর্সে প্রায় ৫০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে কোর্সের দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাবির প্রফেসর ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, গোটা পৃথিবীতে একটি ভাষার নামে একটি রাষ্ট্র সেটা বাংলাদেশ। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু কারাভোগ করে আবার ফিরে আসেন। তারপরেও দেশের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তার কিছুদিন পরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন, গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক (গবেষণা) ড. মাহবুবর রহমান। উল্লেখ্য, তিন মাসব্যাপী ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ প্রশিক্ষণ কোর্স আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে। সপ্তাহে দুইদিন করে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষক ও গবেষকরা।
×