ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানি ॥ শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০৬:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৭

আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানি ॥  শিক্ষক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার প্রশিক্ষক অজিত কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা বোর্ডের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে কলেজের গবর্নিং কমিটির ৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার রেজিস্টার্ড ডাকযোগে এ সংক্রান্ত চিঠি অভিযুক্ত কম্পিউটার প্রশিক্ষকের নওগাঁর রাণীনগরের গ্রামের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান। ওই ছাত্রীর স্বামীর লিখিত অভিযোগে জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী কলেজ পরিবর্তনের বিষয়ে পরামর্শের জন্য দেখা করেন প্রতিষ্ঠানের কম্পিউটার প্রশিক্ষক অজিত কুমার সরকারের সঙ্গে। এরপর ওই ছাত্রী হিসাব বিভাগ থেকে জানতে পারে প্রতিষ্ঠানে তার বকেয়া রয়েছে প্রায় ১৫ হাজার টাকা। কলেজ পরিবর্তন করতে গেলে তাকে বকেয়া পরিশোধ করতে হবে। বিষয়টি জানতে পেরে অজিত কুমার সরকার গত ২৯ জুলাই বিকেলে ওই ছাত্রীকে কয়েকবার ফোন করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তাকে তার ভাড়া বাসায় ডাকেন। ওই ছাত্রী নগরীর শালবাগান এলাকায় অজিত কুমার সরকারের বাসায় গেলে তিনি তাকে অশ্লীল প্রস্তাব দেন। কিন্তু সে রাজি না হলে জোরজবরদস্তি শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী নিজেকে রক্ষা করে কাঁদতে কাঁদতে ওই বাসা থেকে বেরিয়ে আসে।
×