ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ গেল নয় জনের

প্রকাশিত: ০৬:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

সড়কে প্রাণ গেল নয় জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে দুই মোটরসাইকেল আরোহী, যশোরে ইসলামী আন্দোলনের এক নেতাসহ দুই, সিরাজগঞ্জে মহিলা যাত্রী, বাগেরহাটে ব্যবসায়ী, হাটহাজারীতে যুবক, ভালুকায় যুবক ও বদরগঞ্জে এক বৃদ্ধ নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। চট্টগ্রাম ॥ শুক্রবার চট্টগ্রামে নবনির্মিত আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। নিহতরা হচ্ছে রুকন (২৪)। আরেক জনের নাম জানা যায়নি। পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রাম শহর অভিমুখী একটি বাস আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে দ্রুতগতিতে আসছিল। বাসটির পাশাপাশি আসছিল দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল। তীব্রগতির বাসটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে একজন ছিটকে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। আরেকজন বাসের চাকায় পিষ্ট হয়। উভয়ই ঘটনাস্থলে প্রাণ হারায়। যশোর ॥ শুক্রবার ভোরে যশোরের ছাতিয়ানতলায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দু’জন। নিহতরা হলেন যশোর সদরের শেখহাটি জামরুলতলার সাইফুল্লাহ মোল্যার ছেলে ইসলামী আন্দোলনের নেতা কণ্ঠশিল্পী মাওলানা আবু জাফর যশোরী (৩২) ও যশোর সদর উপজেলার নূরপুর ডাকাতিয়ার সোলায়মান মিনার ছেলে হাফেজ বোরহান উদ্দিন (৩০)। জানা গেছে, আবু জাফর যশোরীসহ চারজন বরিশালের বোরহানউদ্দিন থানার পায়রা গ্রামে একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান থেকে প্রাইভেটকারযোগে ফিরছিলেন।গাড়ি চালাচ্ছিলেন বোরহানউদ্দিন। ভোর ৫টার দিকে ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারে থাকা চারজনই গুরুতর আহত হন। হাসপাতালে আনার সময় আবু জাফর ও বোরহানউদ্দিন মারা যান। সিরাজগঞ্জ ॥ শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে সিরাজগঞ্জের নলকা সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে লাইজু খাতুন (২৫) নামের রেখা পরিবহনের এক মহিলা যাত্রী নিহত ও ১৫জন আহত হয়েছে। নিহত লাইজুর বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চ-িয়া গ্রামে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রেখা পরিবহনের সঙ্গে বিপরীত থেকে আসা ঢাকাগামী কেয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। বাগেরহাট ॥ বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহাবাড়ীর পোল সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মনির হোসেন মল্লিক(২৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাতলা পাঁচশকুড়া গ্রামের হানিফ মল্লিকের ছেলে। পুলিশ জানায়, পাথরঘাটা থেকে খুলনা মৎস্য আড়তে যাওয়ার পথে মাছবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঠবোঝাই করে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। ফটিকছড়ি ॥ হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের ধোপার দিঘী এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার সময় পিকআপ-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মনছুর (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা গ্রামের মৃত ফচন মিয়ার পুত্র। ঐ সময় সিএনজিযোগে অক্সিজেন ওয়াইজদিয়ায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বদরগঞ্জ, রংপুর ॥ বদরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ভৈরব রায় নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে রংপুর-পার্বতীপুর সড়কের মধুপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব রায়ের বাড়ি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচ-ি খিয়ারপাড়া এলাকায়। নিহত ভৈরব শ্যামপুর ডিস্ট্রিলারিজ নামে একটি কম্পানির কর্মচারী বলে জানা গেছে। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রী কলেজের সামনে বাসের ধাক্কায় শুক্রবার বিকেলে এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছে। জানা গেছে, ঘটনার সময় ঢাকাগামী একটি বাস ভালুকাগামী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভরাডোবার ক্লাবের বাজারের রাজমাহম্মুদ ফকিরের ছেলে মাহবুব নিহত হয় ও চালক ভা-াব গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জিমরান আহত হয়।
×