ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ছয় প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৫, ৯ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে ছয় প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে দ্বিগুণ করে দেয়ার প্রতারণার অভিযোগে ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নারায়ণগঞ্জ, গাজীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ হাজার টাকা মূল্যের মার্কিন ডলার, নগদ ৩ লাখ চল্লিশ হাজার টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন, পাসপোর্ট ও বিভিন্ন ব্যাংক এ্যাকাউন্টের জমা এবং চেক বই। গ্রেফতারকৃতরা হলো- মফিজুল ইসলাম শান্ত, এমদাদুল হক আকন্দ ও তার ভাই কামরুজ্জামান আকন্দ, মেজবাহ উদ্দিন খাঁন শাফি, আমিরুল খাঁন ও মজিবর খাঁন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, প্রতারক চক্রটি গত কয়েকদিন আগে একটি বক্সের মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ শহরের রেস্টুরেন্ট ব্যবসায়ী ও রাজধানীর বারিধারা এলাকার একটি সোয়েটার কারখানার মালিক মোস্তাফিজুর রহমান মামুনের কাছে থেকে ২ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় পালিয়ে যায়। এ ঘটনার পর ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ৬ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
×