ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাইকার অর্থায়নে চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৮ কোটি টাকার স্কুল কাম সাইক্লোন শেল্টার

প্রকাশিত: ০৬:০০, ৯ সেপ্টেম্বর ২০১৭

জাইকার অর্থায়নে চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৮ কোটি টাকার স্কুল কাম সাইক্লোন শেল্টার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি গভর্নেন্স প্রকল্প ও জাপানের সংস্থা জাইকার অর্থায়নে প্রায় আট কোটি টাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্মাণ করছে আহম্মদ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল কাম সাইক্লোন শেল্টার। রবিবার ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ছয়তলা এ ভবনের প্রতি তলা হবে তিন হাজার ৮৫০ বর্গফুটের। এতে নয়টি ক্লাসরুম, চারটি ল্যাবরেটরি, একটি লাইব্রেরি, একটি মালটিপারপাস হলরুম, একটি সভাক্ষ, একটি গার্লস কমনরুম, একটি মেডিক্যাল রুমসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে। এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে মেয়র বলেন, আহম্মদ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণে প্রায় আট কোটি টাকা ব্যয় হবে। ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী বছরের ৫ সেপ্টেম্বর এ ভবনের নির্মাণকাজ সমাপ্ত হবে। তিনি বলেন, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কর্পোরেশন ঝুঁকি নিয়ে ভর্তুকি দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তিনি আশা করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ শেষে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশ করে চট্টগ্রামের জন্য অবদান রাখবেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী। উপস্থিত ছিলেনÑ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, স্কুলের প্রতিষ্ঠাতার কন্যা আক্তার জাহান, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক কমিশনার নুরুল আলম, স্কুল পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন প্রমুখ।
×