ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আহাদ ॥ চিকিৎসার সামর্থ্য নেই

প্রকাশিত: ০৫:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১৭

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আহাদ ॥ চিকিৎসার সামর্থ্য নেই

মনিরামপুরের কাশিমনগর ইউনিয়নের কাশিমনগর মান্দারতলা এলাকার বাসিন্দা আহাদ আলী মোড়ল (৫৫)। একসময় মাঠে কাজ করে জীবন চলত তার। গত ৩০ বছর ধরে দুরারোগ্য রোগে ভুগছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা চলে না তার। এখন কাজের সামর্থ্য হারিয়ে ভিক্ষাবৃত্তি করেই সংসার চলে আহাদের। আহাদ আলী জানান, তার বয়স যখন ১০-১২ তখন প্রথমে শরীরে ঘামাচির মতো কিছু দেখা যায়। আস্তে আস্তে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তা বড় হতে থাকে। সংসার বড় হওয়ায় এবং আহাদ আলীর পিতা সৈয়দ মোড়ল গরিব চাষী হওয়ায় ছেলেকে ভাল চিকিৎসা করতে পারেননি। আহাদ মোড়ল বলেন, সারা শরীরের ঘামাচিগুলো ধীরে ধীরে গুটি গুটি হতে থাকে। প্রথমে ওগুলো নরম ছিল। তখন তেমন কোন জ্বালা যন্ত্রণা হত না। ফলে মাঠে কাজ করে স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে তার সংসার চলত। বিভিন্ন সময়ে স্থানীয় হোমিওসহ এ্যালোপ্যাথি ডাক্তারের চিকিৎসা নিয়ে কোন উপকার পাইনি। পরে পরীক্ষা করিয়ে যশোর ফাতেমা ও সদর হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। তাতে যন্ত্রণা কমেনি। আস্তে আস্তে শরীরের গুটিগুলো এখন বড় হয়েছে। আহাদ মোড়লের পিঠের দুটো গুটি এখন বড় শক্ত মাংসপি-ে পরিণত হয়েছে। বাকিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ফলে রাতের বেলায় শুয়ে ঘুমাতে পারেন না তিনি। তিনি বলেন, রাতে বিছানায় শোয়া যায় না। শুয়ে এপাশ-ওপাশ করা যায় না। তাই বালিশের ওপর উপুড় হয়ে রাত কাটাই। আহাদ মোড়ল জানান, গত ১৪ বছর ধরে তিনি কাজ করতে পারেন না। রোদে গেলেই শরীরের গুটিগুলোতে জ্বালাপোড়া শুরু হয়। এখন ভিক্ষা করে তার সংসার চলে। তিনি বলেন, ভিক্ষা করে চার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। ছোট মেয়ের গায় একই রকম গুটি দেখা দেয়ায় গত তিন বছর আগে স্বামী তাকে তালাক দিয়েছে। এখন সেই মেয়েও তার সংসারে। আহাদ মোড়লের দাবি, এখন আর মানুষ ভিক্ষা দিতে চায় না। কোন বাড়ি ঢুকলে মহিলারা পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দেয়। চিকিৎসকদের ভাষ্যমতে, নিউরোফাইব্রোমেটোসিস নামক দুরারোগ্য রোগে ভুগছেন আহাদ। তার এই রোগের কোন চিকিৎসা নেই। তবে আহাদ মোড়লের ভরসা, ভাল চিকিৎসা পেলে তিনি সেরে উঠবেন। আহাদ আলীর রোগ নিয়ে কথা হয় মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমিরুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, এই রোগটির নাম নিউরোফাইব্রোমেটোসিস। এটি একটি দুরারোগ্য ব্যাধি। -সাজেদ রহমান, যশোর থেকে
×