ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঠের লড়াইয়ে ফিরছেন রুনি

প্রকাশিত: ০৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

মাঠের লড়াইয়ে ফিরছেন রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েন রুনি কিছুদিন আগে বিদায় জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলকে। শুধু খেলে যাবেন ক্লাব ফুটবলে। কিন্তু কিছুদিন আগে আবারও বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে করেছেন অপরাধ। সেই অপরাধের মামলার শুনানির অপেক্ষায় আছেন তিনি। এই টালমাটাল অবস্থার মধ্যেই রুনি মাঠে নামতে যাচ্ছেন। আজ ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে তার দল এভারটনের হয়ে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এভারটন কোচ রোনাল্ড কোম্যান। ম্যাচটিতে রুনিরা খেলবেন টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে। শুধু এই ম্যাচটিই নয়। বিরতি শেষে আজ সব পরাশক্তিরাই মাঠে নামছে। সবচেয়ে বড় ম্যাচ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। ইতিহাদে হবে হাইভোল্টেজ ম্যাচটি। অন্যান্য ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-বোর্নমাউথ, লিচেস্টার সিটি-চেলসি, স্টোক সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড। সপ্তাহ খানেক আগে আটক হন রুনি। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান। এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য হয়েছে ১৮ সেপ্টেম্বর। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এভারটনে প্রত্যাবর্তনের পর ক্লাবটির হয়ে প্রিমিয়ার লীগে এ পর্যন্ত তিন গোল করেছেন ৩১ বছর বয়সী রুনি। সর্বশেষ দলবদলের সময় রুনি ছাড়া আর কোন শীর্ষ স্ট্রাইকার দলে ভেড়াতে পারেননি এভারটন কোচ কোম্যান। যে কারণে সমস্যা যাই থাকুক না কেন রুনির ওপর ভরসা করা ছাড়া আর কোন উপায় নেই তার। এক সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ রুনির বিষয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান। সেখানে সাবেক ইংল্যান্ড অধিনায়কের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেবার সম্ভাবনার কথা বলা হয়েছে। কোম্যান বলেন, রুনিকে নিয়ে যে পরিস্থিতির সৃস্টি হয়েছে তাতে আমি অবশ্যই খুব হতাশ। আমরা ক্লাবের সভাপতির সঙ্গে কথা বলেছি। রুনির বিষয়ে বর্তমান পরিস্থিতির কথাও তাকে জানিয়েছি। ক্লাব সঠিক সময়ে এ বিষয়ে অভ্যন্তরীণভাবে শৃঙ্খলাজনিত ব্যবস্থা গ্রহণ করবে। রুনি বিষয়ে আপাতত আমি এতটুকুই বলতে পারব। গুডিসন পার্কে স্পার্সদের বিরুদ্ধে রুনি খেলবেন জানিয়ে কোম্যান বলেন, আমি যদি দেখি যে রুনি মানসিক ও শারীরিক দিক থেকে খেলার উপযুক্ত নন তখন হয়তো সে খেলবেন না। এদিকে দলবদলের শেষ সময়ে দলবদল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় রোজ বার্কলে যেতে পারেননি চেলসিতে। এতে তার ক্যারিয়ারে কোন প্রভাব পড়বে না বলে মনে করেন এভারটন কোচ। তিনি বলেন, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্কলে বর্তমানে দলের বাইরে। নবেম্বরের মধ্যভাগ পর্যন্ত তাকে বাইরেই থাকতে হবে। সে আমার সঙ্গে দেখা করেছে এবং চেলসিতে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছে। এটি ছিল অবশ্য তার সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনা। তবে তার সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা করার সঠিক ব্যক্তি আমি নই। এটি বলতে পারি যে এভারটনে তার ক্যারিয়ারের ইতি ঘটেনি। সে এখনও এই দলেই আছেন। চলতি মৌসুমের শেষ অবধি তার সঙ্গে চুক্তির মেয়াদ অটুট আছে। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে ডেলে আলিকে ফিরে পেয়েছেন টটেনহ্যাম কোচ মাওরিসিও পোচেট্টিনো। যদিও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার চোখ রাঙানি আছে তার ওপর। গত সোমবার সেøাভাকিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ চলাকালে আক্রমণাত্মক এই মিডফিল্ডারের ‘মধ্যমা’ প্রদর্শনের একটি ছবি ধরা পড়েছে টেলিভিশন ক্যামেরায়। ম্যাচে জয় পায় ইংল্যান্ড। সাবেক ক্লাব সতীর্থ কেইল ওয়াকারকে এটি দেখানো হয়েছে বলে দাবি করা হলেও ফিফার অভিযোগ কর্তব্যরত রেফারি ক্লেমেন্ট টার্পিনকে লক্ষ্য করেই আসলে তিনি ওই আঙ্গুলটি দেখিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে ফিফা। পোচেট্টিনো এ প্রসঙ্গে বলেন, এটি ঠিক যে এ ধরনের অশোভন অঙ্গভঙ্গি করা উচিত নয়। তবে এটি বড় কোন ইস্যু নয়। কোন একটি মুহূর্তে এটি ছিল সতীর্থের সঙ্গে একটি কৌতুক। এ জন্য ফিফার নিষেধাজ্ঞা পাওয়া উচিত নয়।
×