ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একরাশ স্বপ্ন নিয়ে থাই ভূমিতে কৃষ্ণাবাহিনী

প্রকাশিত: ০৫:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

একরাশ স্বপ্ন নিয়ে থাই ভূমিতে কৃষ্ণাবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের চনবুরিতে ১০-২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’। গত বছর বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দল। এই আসরে অংশ নিতে শুক্রবার সকালে থাইল্যান্ডে বিমানযোগে রওনা হয়ে সেখানে নিরাপদেই পৌঁছে বাংলাদেশ দল। ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা উঠলেও পরদিন মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ১৪ সেপ্টেম্বর রানার্সআপ জাপানের মুখোমুখি হবে তারা। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে আরেক শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দল ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপের টিকেট পাবে, যা অনুষ্ঠিত হবে ২০১৮ সালে উরুগুয়েতে। থাইল্যান্ড যাবার আগে ইতোমধ্যে সিঙ্গাপুর, চীন ও জাপানে (দু’বার) গিয়ে অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছে কৃষ্ণবাহিনী। ২০১৬ সালে বাংলাদেশ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে ওঠে। বাছাইপর্বে ইরানকে ৩-০ গোলে, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০, চাইনিজ তাইপেকে ৪-২ এবং আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছিল কৃষ্ণারা। গত এক বছর ধরে বাংলাদেশের মেয়েরা নিবিড় প্রশিক্ষণ নিয়ে আসছে। যদিও বাংলাদেশ দল পড়েছে ডেথ গ্রুপে। তাই প্রতিটি ম্যাচই জেতার কোন উচ্চাকাক্সক্ষার কথা ব্যক্ত করেনি তারা। তবে প্রতিশ্রুতি দিয়েছে লড়াই করার এবং ইতিবাচক খেলার। গত এক বছরে দলের সবচেয়ে উন্নতি হয়েছে ফিটনেসের ক্ষেত্রে। যাবার আগে কোচ ছোটন জানিয়ে গেছেনÑ তার দল কম্পিটিটিভ এবং সমানতালে ফুটবল খেলবে। ম্যাচ বাই ম্যাচ প্রতিপক্ষ দলের শক্তিমত্তা বুঝেই ফর্মেশন সাজাবেন তিনি। এখন দেখার বিষয় থাই-ভূমিতে কৃষ্ণারা কেমন ফল করে। বাংলাদেশ দল ॥ গোলরক্ষক : মাহমুদা আক্তার, রোকসানা বেগম, রূপা আক্তার; রক্ষণভাগ : মাসুরা পারভীন, নারগিস খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলা, আনাই মগিনি, নাজমা; মধ্যমাঠ : মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ইশরাত জাহান রতœা, তহুরা খাতুন, আঁখি খাতুন, রাজিয়া খাতুন, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক); আক্রমণভাগ : কৃষ্ণা রানী সরকার (অধিনায়ক), আনুচিং মগিনি, সিরাত জাহান স্বপ্না ও সুলতানা; দলনেতা : আমিরুল ইসলাম বাবু, টেকনিক্যাল ডিরেক্টর : পল স্মলি, ম্যানেজার : জাকির হোসেন চৌধুরী, প্রধান প্রশিক্ষক : গোলাম রব্বানী ছোটন, সহকারী প্রশিক্ষক : মাহবুবুর রহমান লিটু, ডাক্তার : মাহজাবিন রহমান শাওলী, মিডিয়া ম্যানেজার : হাসান মাহমুদ ও অফিসিয়াল : সারোয়ার হোসেন বাবু।
×