ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার অবনতি টেস্ট র‌্যাঙ্কিংয়ে

প্রকাশিত: ০৫:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ার অবনতি টেস্ট র‌্যাঙ্কিংয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজ বাঁচালেও ঢাকায় প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার খেসারত দিল কুলিন অসিরা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে স্টিভেন স্মিথের দল। শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করা ভারত যথারীতি শীর্ষে রয়েছে। অন্যদিকে সিরিজ ড্র করেও লাভবান হয়েছে বাংলাদেশ। ৫ রেটিং বেড়েছে টাইগারদের। নবম স্থানে থাকা মুশফিকুর রহীমদের রেটিং পয়েন্ট ৭৪। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই ক্যারিবীয়দের টপকে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে। ১০০ রেটিং ও র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ঢাকায় প্রথম টেস্ট হেরে যাওয়ায় ৩ রেটিং হারায় অসিরা। চট্টগ্রাম টেস্ট ড্র বা হারলে আরও রেটিং হারাতে হতো। পয়েন্ট টেবিলেও লজ্জাজনকভাবে আরও নিচে নেমে যেতে হতো। কিন্তু দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জিতে মুখ রক্ষা হলো তাদের। ফলে ৯৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডেরও রেটিং ৯৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার ওপরে নিউজিল্যান্ড। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং ১২৫। ১১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১০৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।
×