ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফের হবে সেনেগাল-দক্ষিণ আফ্রিকা ম্যাচ?

প্রকাশিত: ০৫:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৭

ফের হবে সেনেগাল-দক্ষিণ আফ্রিকা ম্যাচ?

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকার অঞ্চলের দক্ষিণ আফিকা ও সেনেগালের মধ্যকার ম্যাচ নতুন করে আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা। গত নবেম্বরে মুখোমুখি হয়েছিল দেশ দু’টি। ওই ম্যাচের রেফারি আজীবনের জন্য নিষিদ্ধ হওয়ায় চলতি বছরের নবেম্বরে নতুন করে ম্যাচটি আয়োজনের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে অন্যায়ভাবে ম্যাচের ফলাফলে প্রভাব বিস্তার করার দায়ে অভিযুক্ত হন ঘানার রেফারি জোসেফ লেম্পটি। এই অপরাধে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। ফিফা তখন রেফারি লেম্পটিকে নিষিদ্ধ করার পর বাড়তি কোন তথ্য জানায়নি। তবে আফ্রিকান ফুটবল ফেডারেশনের পক্ষ জানানো হয়, অন্যায়ভাবে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে পেনাল্টি দেয়া হয়। আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লেম্পটির করা আপীল সম্প্রতি খারিজ করে দিয়েছে ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। এ কারণে নবেম্বরে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে দু’দেশের ম্যাচটি ফের মাঠে গড়াবে বলে জানিয়েছে ফিফা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী ১৪ সেপ্টেম্বর বৈঠবে বসবেন ফিফার কর্মকর্তারা। সেখানেই দক্ষিণ আফ্রিকা ও সেনেগাল ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। তবে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকান ফুটবল এ্যাসোসিয়েশন। লেম্পটি এর আগেও অপরাধের দায়ে শাস্তি পেয়েছিলেন। ২০১০ সালে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ম্যাচে অন্যায়ভাবে গোলের সিদ্ধান্ত দেয়ায় আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে আছে বারকিনা ফাসো। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান কেপ ভার্দের। বিতর্কিত ম্যাচটি বাদ দিলে তিন ম্যাচে সেনেগালের পয়েন্ট ৫ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১। ছয় রাউন্ডের খেলা শেষে গ্রুপের শীর্ষ দল রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে।
×