ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্ষুব্ধ ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ০৫:২৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

ক্ষুব্ধ ইলিয়াস কাঞ্চন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন ঢাকাই ছবির নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বিএনপি মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ হয়েছে বেশকিছু অনলাইন পোর্টালে। কিন্তু এটিকে ঘৃণ্য অপপ্রচার দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জনকণ্ঠকে বলেন, এই খবর একেবারেই ভিত্তিহীন। আমার নির্বাচনে আসার কোন সম্ভাবনা নেই। আর বিএনপির সঙ্গে আমার কোন রকম সম্পর্কও নেই। যে বা যারা এসব খবর ছড়াচ্ছেন তারা আমাকে ছোট করার জন্য এমনটি করছেন। যা কাম্য নয়। ইলিয়াস কাঞ্চন বলেন, আমি আমার ঘনিষ্ঠ লোকজনের কাছ থেকে এই খবরটির ব্যাপারে শুনে অবাক হয়েছি। আমি সেই নিউজটি পড়েছি। যার সঙ্গে বাস্তবের কোন রকম মিল নেই। তিনি আরও বলেন, আমি কখনও কাউকে বলিনি আমি নির্বাচন করব বা নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে। আমি কোন রাজনৈতিক দলকে সমর্থনও করি না বা কোন দলের পক্ষে বা বিপক্ষেও কথা বলি না। আমরা ধ্যান-জ্ঞান হচ্ছে এ দেশের মানুষকে ঘিরে। সড়কের ভয়াল থাবা থেকে এ দেশের মানুষকে নিরাপদ রাখার আন্দোলনের মাঝে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। আমার বক্তব্য থাকে নিরাপদ সড়ক আন্দোলনকেন্দ্রিক ও চলচ্চিত্র নিয়ে। সবার প্রতি আমার আহ্বান কেউ এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
×