ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাটখিল মেয়রের বাসভবনে গুলি, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:১৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

চাটখিল মেয়রের বাসভবনে গুলি, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৮ সেপ্টেম্বর ॥ চাটখিল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চাটখিল বাজারে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে মেয়রের অনুসারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। মেয়র মোহাম্মদ উল্যাহ জানান, রাত আনুমানিক পৌনে তিনটায় হঠাৎ পরপর কয়েকটি গুলির শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। তিনি তখন বাড়ির দ্বিতীয়তলায় ঘুমিয়ে ছিলেন। পরে নিচে নেমে দেখেন ভবনের একটি জানালার কাঁচ গুলির আঘাতে ভেঙ্গে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ তিনটি গুলির খোসা উদ্ধার করে। দলীয় প্রতিপক্ষ এ ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেন মেয়র। এদিকে মেয়র মোহাম্মদ উল্যাহর বাড়িতে গুলির প্রতিবাদে তার অনুসারীরা শুক্রবার সকালে চাটখিল বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে তারা চাটখিল বাজারে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। একই স্থানে প্রতিবাদ সমাবেশে মেয়র মোহাম্মদ উল্যাহ বক্তব্য রাখেন। পরে দুপুর একটায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
×