ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করবেন কাল

প্রকাশিত: ০৫:১৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করবেন কাল

স্টাফ রিপোর্টার, গলাচিপা ও নিজস্ব সংবাদদাতা কলাপাড়া, পটুয়াখালী থেকে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জেলা ও উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। ভিডিও কনফারেন্স উপলক্ষে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি ‘নবসৃষ্ট ও নদী ভাঙ্গনে বিলীন উপজেলাসমূহে কমপ্লেক্স ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে রাঙ্গাবালীর বাহেরচরে চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন উপজেলা কমপ্লেক্সের এ ভবন নির্মাণ করে। এরই মধ্যে এ ভবনে সরকারী দফতরসমূহ স্থানান্তর করা হয়েছে। এর আগে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গাবালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন সাগরপারের পাঁচটি ইউনিয়ন নিয়ে রাঙ্গাবালী উপজেলা গঠন করা হয়। ১৯৯৬ সালে সরকার গঠনের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গাবালী উপজেলা গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এর অংশ হিসেবে ওই সময়ে প্রথমে রাঙ্গাবালী পুলিশ থানায় উন্নীত হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাঙ্গাবালী উপজেলা গঠনের পরিকল্পনা পরিত্যক্ত হয়। ২০০৮ এ সরকার গঠনের পর রাঙ্গাবালীকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা হয়। রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দ্বিতীয় সাবমেরিন কেবলসহ একাধিক স্থাপনা উদ্বোধন করবেন। পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন। তিনি নিজেই ওই কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। কলাপাড়া ॥ কুয়াকাটায় বহুল প্রতীক্ষিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল উদ্বোধনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৫’ উদ্বোধন করবেন। একই সময় কলাপাড়ার টিয়াখালী নদীর ওপর নির্মিত টিয়াখালী-লোন্দা সেতু এবং নবনির্মিত রাঙ্গাবালী উপজেলা পরিষদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়াও কলাপাড়া উপজেলা পরিষদের বর্ধিত ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন। এছাড়া কুয়াকাটা প্রান্তে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে সাবেক প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার, পটুয়াখালীর জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
×