ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুতুড়ে চিংড়ি!

প্রকাশিত: ০৫:১৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

ভুতুড়ে চিংড়ি!

মার্কিন জেলে এ্যালেক্স টোড। তার চৌদ্দপুরুষ মাছ ধরা পেশায় জড়িত। তিনি একটানা ৪০ বছর যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের সমুদ্র উপকূলে মাছ শিকার করে আসছেন। জীবনে কয়েক হাজার টন মাছ শিকার করেছেন। তবে এই দৃশ্য কোনদিনই চোখে পড়েনি তার। খবর হলো, সম্প্রতি এক ভুতুড়ে গলদা চিংড়ি শিকার করে হৈচৈ ফেলে দিয়েছেন এ্যালেক্স টোড। এই চিংড়ির গায়ের রং অস্বচ্ছ। নিচের অংশের রং কিছুটা নীলাভ, কিছু আবার রক্তের মতো লাল। প্রকান্ড আকারের চিংড়িটির পেটভর্তি ডিম। এর লেজ খাঁজকাটা। তিনি বলেন, অন্যান্য চিংড়ির মাংস দৃশ্যমান হলেও এটি আলাদা। আলোর সামনে ধরলেও এটির খোসার ভেতর আসলে কী আছে তা বোঝার উপায় নেই। প্রথমে চিংড়িটির একটি ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন এ্যালেক্স টোড। এর পর বিশ্বের বাঘা বাঘা মৎস্য বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণার আগ্রহ দেখান। মেইন কোস্ট ফিশারম্যান সংস্থার বিজ্ঞানীরা বলছেন, জৈবিক কারণে এই চিংড়ির রং আলাদা হতে পারে। এর আগে নীল বর্ণের চিংড়ি ধরা পড়েছে। তবে পীঠের রং অস্বচ্ছ এ রকম চিংড়ি আগে কখনও দেখা যায়নি। এটি নিয়ে আরও উচ্চতর গবেষণা করবে মেইন কোস্ট ফিশারম্যান সংস্থা।-নিউইয়র্ক টাইমস অবলম্বনে
×