ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জরুরী অবস্থা জারি

মেক্সিকোতে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প, নিহত ৩৪

প্রকাশিত: ০৫:১৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

মেক্সিকোতে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প, নিহত ৩৪

জনকণ্ঠ ডেস্ক ॥ শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত বারোটার দিকে দেশটিতে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়। ৯০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করেছে দেশটির কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর মেক্সিকোজুড়ে জরুরী অবস্থা জারি করা হয়। এ ঘটনায় মেক্সিকোর বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেক্সিকোর পর এল সালভাদর, পানামা, গুয়াতেমালা, হন্ডুরাস ও কোস্টারিকাতেও সুনামি সতর্কতা জারি করা হয়। খবর বিবিসি ও এএফপির। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো বলেন, এই শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল পিজিয়াপান থেকে ৮৭ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। মেক্সিকোর অন্তত ৫ কোটি মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। সুনামি সতর্কতা জারির পর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, তিন মিটার পর্যন্ত উঁচু সামুদ্রিক ঢেউ মেক্সিকোসহ আশপাশের দেশগুলোতে আঘাত হানতে পারে। এরপর মেক্সিকোর চিয়াপাস রাজ্যে সুনামির আশঙ্কায় লোকজনকে উপকূল থেকে সরিয়ে নেয়া হয়। ভূমিকম্প আঘাত হানার পর থেকে মেক্সিকোর অনেক শহরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেশটির ১১টি রাজ্যের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির অক্সানা প্রদেশের গবর্নর আলেক্সান্দো মুরাত বলেছেন, এ প্রদেশে মারা গেছে ২০ জন। এর মধ্যে জুসিতান শহরেই মারা গেছে ১৭ জন। অপরদিকে চিয়াপাস প্রদেশে ৪জন। আর তাবাস্কো প্রদেশে মারা গেছে দুই শিশু। অন্যান্য শহরেও অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পে মেক্সিকোর পর গুয়াতেমালাতেও একজনের মৃত্যুর খবর এসেছে। মেক্সিকোর অক্সানা রাজ্যের জুসিতানসহ অনেক শহরের বাড়িঘর ভেঙ্গে পড়েছে। উপড়ে গেছে অনেক গাছ। বহু স্থাপনা একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। ১৯৮৫ সালে মেক্সিকো সিটিতে যে ভূমিকম্প আঘাত হেনেছিল, এবারেরটি তার চেয়েও শক্তিশালী। ওই ভূমিকম্পে মারা যায় কয়েক হাজার মানুষ।
×