ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

মজার খবর

প্রকাশিত: ০৫:১৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

মজার খবর

জাপানজুড়ে পিকাচু জাপানের ইয়োকোহামার মিনাটো মিরাইতে চার বছর আগে শুরু হয় ‘পিকাচু’ উৎসব। যে উৎসবে জীবন পায় পোকেমনের বিখ্যাত চরিত্রগুলো। সেই সঙ্গে আছে নানা বিনোদনমূলক কর্মকা-। হাজারের বেশি মানুষ রং- বেরঙের ‘পিকাচু’ পোশাক পরে অংশ নেয় প্যারেডে। উৎসবের শুরু ২০১৪তে। উদ্দেশ্য ছিল পোকেমনের আগামী ছবির প্রচারণা। তাদের উদ্দেশ্য এতটাই সফল যে কোম্পানি সিদ্ধান্ত নেয় প্রতিবছর এই উৎসব পালনের। এ বছরের উৎসব পালিত হলো আগস্টের ৯ থেকে ১৫ পর্যন্ত। উৎসবের থিম ছিল ব্রাজিলিয়ান কার্নিভাল। যা আকৃষ্ট করেছে প্রায় দুই মিলিয়ন জাপানীকে। উৎসবের কো-স্পন্সর নিয়ানটিক। এই নিয়ানটিক কিন্তু নির্মাণ করে মোবাইল গেম পোকেমন গো। ইয়োকোহামাতে পালিত ‘পোকেমন গো’ সেলিব্রেশন এখন পর্যন্ত সর্ববৃহৎ ওয়ার্ল্ড গেমিং উৎসব। নিয়ানটিকের সঙ্গে আরও অনেক কোম্পানি এই উৎসবের আয়োজন করে। যেখানে পালিত হয় পোকেমন গোর এক বছর পূর্তি। একই সঙ্গে পোকেমন গো উৎসব পালিত হলো ডেনমার্ক, প্রাগ, সুইডেন ও নেদারল্যান্ডসে। আগামীতে ইউরোপজুড়ে আরও বড় আকারে এই উৎসবের পরিকল্পনা রয়েছে কোম্পানির। সূত্র : কিডস নিউজ
×