ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করা হোক ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করা হোক ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করা হোক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পূর্ব ঘোষিত দলীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচীতে অংশ নেন। এ সময় তারা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের চিত্র সম্বলিত ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে। বিএনপি মহাসচিব বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের চেষ্টা চলছে। অতীতে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সক্ষম হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন সরকার। তবে এবারের পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যথাযথ ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, আমাদের সংবিধানেও বলা আছে যে, বিশ্ব মানবতার পাশে সব সময় দাঁড়াতে হবে। দুস্থ ও নির্যাতিত মানুষের পাশে সব সময় দাঁড়াতে হবে। তাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। কিন্তু যখন মিয়ানমার আকাশসীমা লঙ্ঘন করে, তখন সরকার চুপ করে থাকে।
×