ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিস্তার ভাঙ্গনের কবলে অর্ধশতাধিক পরিবার

প্রকাশিত: ০৪:৪০, ৯ সেপ্টেম্বর ২০১৭

তিস্তার ভাঙ্গনের কবলে অর্ধশতাধিক পরিবার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা নদীর পানি কমে গেলেও এখনও তিস্তাপারে ভাঙ্গন আতঙ্ক কমেনি। শুক্রবার দেখা যায়, স্বপন বাঁধটি ক্রমাগতভাবে ধসে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভাঙ্গন আতঙ্কে পড়েছে তিস্তার কিনারে বসবাসরত পরিবারগুলো। নতুন করে ভাঙ্গনের কবলে পড়েছে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্বখড়িবাড়ী গ্রামের অর্ধশতাধিক পরিবার। এলাকাবাসী জানান, তিস্তার ডানতীরে স্বপন বাঁধটির প্রায় ৫শ’ মিটার ধসে গিয়ে ২৭ পরিবারের বসতভিটা ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীগর্ভে বিলীন হওয়া বাঁধটি ভাঙ্গন রোধে যদি ¯পার কিংবা পাইলিং করা না হয় তাহলে তিস্তার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে গ্রামের অর্ধশতাধিক পরিবারের বসতভিটাসহ বাড়িঘর তিস্তার গর্ভে চলে যাবে। অপরদিকে ২৭ পরিবারের বসতভিটা নদীগর্ভে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ভাঙ্গনের শিকার পরিবারের মানুষজন। যে কোন মুহূর্তে বাড়িঘর বিলীন হতে পারে আতঙ্কে দিনাতিপাত করছে নদীর কিনারে বসবাসরত এসব পরিবার। বাড়িঘর সরিয়ে নিতে দেখা গেছে বেশ কিছু পরিবারের সদস্যকে। জেলা প্রশাসক খালেদ রাহীম জানান, বাঁধটি যাতে আর ভাঙ্গতে না পারে সে জন্য বালুর বস্তা ও সিসি ব্লক দিয়ে বাঁধটি রক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো কর্তপক্ষকে বলা হয়েছে।
×