ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৬ হাজার অবৈধ অস্ত্র

প্রকাশিত: ০৪:২৩, ৯ সেপ্টেম্বর ২০১৭

২৬ হাজার অবৈধ অস্ত্র

সাধারণ ক্ষমার আওতায় অস্ট্রেলিয়া পুলিশের কাছে জমা পড়েছে ২৬ হাজার অবৈধ অস্ত্র। সন্ত্রাস ও অপরাধ কমিয়ে আনতে মার্চে অবৈধ অস্ত্র জমা দেয়ার ওপর সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। অস্ত্রের পাশাপাশি পুলিশের কাছে ৩২১ পাউন্ড এক্সপ্লোসিভ, ২০ কিলোগ্রাম গানপাউডার এবং ১ হাজার ডেটোনেটর ও সেফটি ফিউজেস জমা পড়েছে। সাধারণ ক্ষমার আওতায় অস্ট্রেলিয়ায় আরও তিন সপ্তাহ অবৈধ অস্ত্র জমা নেবে পুলিশ। -এএফপি বরফের নিচে অচেনা উদ্ভিদ, প্রাণী দক্ষিণ মেরুর হিমবাহের নিচে একটি গুহায় অচেনা উদ্ভিদ ও প্রাণীর এক বিশাল জগতের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। গবেষক দলের প্রধান সেরিডুইন ফ্রেজার জানান, গুহার মাটির ফরেনসিক টেস্ট করে তারা অচেনা এ্যালগি, মসসহ বিভিন্ন ছোট ছোট প্রাণির খোঁজ পান। সক্রিয় আগ্নেয়গিরির গরম বা®েপর জন্য গুহার গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস; এ কারণেই এখানে এসব উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের উপযোগী পরিবেশ রয়েছে।-ওয়েবসাইট
×