ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নিজ দেশে পেটপুরে গোমাংস খেয়ে তারপর ভারতে আসুন’

প্রকাশিত: ০৪:২২, ৯ সেপ্টেম্বর ২০১৭

‘নিজ দেশে পেটপুরে গোমাংস খেয়ে তারপর ভারতে আসুন’

নিজ দেশে পেটপুরে গরুর মাংস খেয়ে তারপর ভারতে আসুন বলে মন্তব্য করেছেন মোদি সরকারে নতুন কেন্দ্রীয় পযর্টনমন্ত্রী হিসেবে শপথ নেয়া কে জে আলফোনস। টাইমস অব ইন্ডিয়া। গো রক্ষার নামে ভারতজুড়ে সহিংসতা চলছে কি-না এবং গোমাংসের ওপর বিধিনিষেধের কারণে ভারতে আসা বিদেশী অতিথিদের আথিতেয়তার ক্ষেত্রে কোন প্রভাব পড়ছে কিনা- এমন প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার পযর্টনমন্ত্রী বলেন, ওরা (বিদেশীরা) নিজেদের দেশে গরুর মাংস খেতে পারে। তারপর ভারত আসুক। উড়িষ্যায় ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরসের ৩৩তম কনভেনশনে যোগ দিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় পযর্টনমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক এই আমলা আরও বলেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর যেমন বলেছেন তার রাজ্যে বিফ খাওয়া যেতে পারে, তেমনি কেরালেও বিফ খাওয়া যেতে পারে। আগে তিনি কেন এমন করেছিলেন- এমন প্রশ্নের জবাবে পযর্টনমন্ত্রী বলেন, এটা অবিশ্বাস্য একটা গল্প। আমি খাদ্যমন্ত্রী নই যে এ বিষয়ে সিদ্ধাস্ত নেব।
×