ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যারিবিয়ায় ইরমার আঘাত মৃত বেড়ে ১৪

প্রকাশিত: ০৪:২১, ৯ সেপ্টেম্বর ২০১৭

ক্যারিবিয়ায় ইরমার আঘাত মৃত বেড়ে ১৪

ক্যারিবীয় অঞ্চলে একের পর এক দ্বীপকে ধ্বংসস্তূপে পরিণত করে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে পাঁচ মাত্রার ঘুর্ণিঝড় ইরমা। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি তার্কস এ্যান্ড কায়কোস আইল্যান্ডে আঘাত হানে। ঝড়ো বাতাস ও উত্তাল সমুদ্র যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন দ্বীপটিকে দুমড়ে মুচড়ে দিতে এগিয়ে যাচ্ছে। তার্কস এ্যান্ড কায়কোসের আগে ইরমার তাণ্ডবে ভয়াবহ ক্ষতি ও বন্যার সম্মুখীন হয় হাইতি। এর মধ্যেই ইরমার কারণে ক্যারিবীয় পাঁচ দ্বীপে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বিবিসি। ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে খাবার পানি সঙ্কট ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে পড়ায় নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন; মৃতের সংখ্যাও বাড়তে পারে। এদিকে ঝড়টি আছড়ে পড়তে পারে এই শঙ্কায় রবিবারের মধ্যে দক্ষিণ ফ্লোরিডার অন্তত পাঁচ লাখ লোককে আগে থেকেই নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পেরিয়ে ইরমা শনিবারের মধ্যেই যুক্তরাষ্টের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। রেডক্রস বলছে, এরই মধ্যে ইরমার কারণে ১২ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা বেড়ে ২৬ লাখ হতে পারে বলেও আশঙ্কা করছে তারা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) স্কেলে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভের চেয়েও এটি বেশি ধ্বংসযজ্ঞের সক্ষমতা রাখে। আগে থেকেই ‘ভয়াবহ বিপর্যয়ের’ ইঙ্গিত দেয়া ইরমা বৃহস্পতিবার পুয়ের্তো রিকোয় আঘাত হানে; তারও আগে এটি এ্যান্টিগা ও বারবুড়াতে বড় ধরনের ধ্বংসলীলা চালায়। নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ সাবা ও সিন্ট ইউস্তেসাশও ইরমার তাণ্ডবের শিকার হয়েছে। ইউএস ভার্জিন আইল্যান্ড, এ্যাঙ্গুইলা ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডও পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ৯০ মাইল দূরের দেশ কিউবার মধ্য এবং উত্তরাঞ্চলে হারিকেন ইরমার সতর্কতা জারি করা হয়েছে। হার্ভের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তার চেয়েও শক্তিশালী ঝড়কে নিয়ে দুশ্চিন্তায় আছে মার্কিন নাগরিকরাও। ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির এক লাখ বাসিন্দাকে উঁচু এলাকার দিকে চলে যেতে অনুরোধ জানানো হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ৭ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে গবর্নর রিক স্কট জানিয়েছেন। রাজ্যগুলোর মধ্যে নর্থ ও সাউথ ক্যারোলাইনা জরুরী অবস্থা জারি করেছে।
×