ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি-কাতার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

প্রকাশিত: ০৪:২১, ৯ সেপ্টেম্বর ২০১৭

সৌদি-কাতার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

কাতার এবং সৌদি আরবের চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। এ বিরোধ বেশ সহজেই নি®পত্তি করা যাবে বলেও ধারণা ব্যক্ত করেছেন তিনি। ইয়াহু নিউজ। হোয়াইট হাউসে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আজ-জাবের আস-সাবাহ্র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি। কাতারের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের বিরোধ নি®পত্তিতে মধ্যস্থতা করতে ইচ্ছুক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এটি বেশ সহজেই নিস্পত্তি করা যাবে ধারণা করছেন। গত সপ্তাহে ট্রাম্প সৌদি রাজা সালমানসহ সব পক্ষকে কাতারের সঙ্গে চলমান বিরোধের কূটনৈতিক সমাধান বের করার আহ্বান জানিয়েছিলেন। সৌদি রাজার সঙ্গে টেলিফোন সংলাপে এ আহ্বান জানান ট্রাম্প। জুনের ৫ তারিখ থেকে সৌদি আরব, বাহরাইন, মিসর এবং আরব আমিরাত একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক রাখার অভিযোগসহ আরও কিছু ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সম্পর্ক ছিন্ন করা হয়। মে মাসের শেষদিকে ট্রাম্পের রিয়াদ সফরের সঙ্গে সৌদি জোটের এ তৎপরতার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। এ ধারণাকে সমর্থন করেছেন খোদ ট্রাম্প।
×