ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে

প্রকাশিত: ০৪:২০, ৯ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে

আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীলতার কথা ভেবে বিশেষ করে আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীত গ্রহণের পর পাকিস্তান তার পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার আভাস দিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে এ পরিবর্তন অত্যাবশ্যক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ঘটনবাবলীর ব্যাপকতা সম্ভবত সবচেয়ে বেশি। তিনি বলেন, ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধিতায় যেতে চায় না। তিনি স্পষ্টভাবে এ কথাও বলেন যে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক এখন পাকিস্তানের জাতীয় স্বার্থে পরিচালিত হবে। আফগানিস্তান ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন রোডম্যাপ গ্রহণের কারণে পাকিস্তান সরকার সম্প্রতি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের চলমান উদ্যোগের প্রেক্ষপটে বক্তব্য রাখছিলেন আসিফ। আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কসহ কয়েকটি জঙ্গী সংগঠনের প্রতি পাকিস্তানের ভূমিকা পরিবর্তনের জন্য দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণই হচ্ছে মার্কিন নতুন নীতির লক্ষ্য। ট্রাম্পের নতুন নীতিতে আফগানিস্তানে অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সৈন্যসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নীতি গ্রহণের পর পাকিস্তান সরকার বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে দায়িত্বরত রাষ্ট্রদূতদের ডেকেছে তাদের কাজ সম্পর্কে অবহিত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, আফগানিস্তান, ভারত, ইরান ও সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানের কূটনীতিবিদরা প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির কাছে তাদের সুপারিশ উপস্থাপন করেছেন। ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তিন দিনের এ সম্মেলন শেষে রাষ্ট্রদূতরা কোন প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন।
×