ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুদক আর্মড ইউনিটের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:০৬, ৮ সেপ্টেম্বর ২০১৭

দুদক আর্মড ইউনিটের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ অনুসন্ধান ও তদন্ত কাজ অধিক গতিশীল করতে এবং পুলিশের ওপর নির্ভরশীলতা কমাতে আর্মড ইউনিটের যাত্রা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মূলত দুর্নীতি করে পালিয়ে যাওয়া বন্ধ করতে, কমিশনের দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে এবং দুর্নীতিবাজদের কঠোরভাবে প্রতিরোধ করতেই এ ইউনিটের মাধ্যমে দুদকের নানা অভিযান কার্যক্রম পরিচালিত করবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আর্মড ইউনিটের সদস্য হিসেবে পুলিশের ২০ জন অস্ত্রধারী সদস্য দুদকে যোগ দিয়েছেন। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী পুলিশ সদস্যদের স্বাগত জানান। জানা গেছে, জরুরী প্রয়োজন মেটাতে ২০ সদস্যের এ আর্মড ইউনিট কাজ করবে। তবে ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় দুদক থেকেই পৃথক আর্মড ইউনিট গঠন করা হবে। সদস্যদের স্বাগত জানিয়ে মুনীর চৌধুরী বলেন, আজ থেকে দুর্নীতি দমন কমিশননের দুর্নীতিবিরোধী চলমান কার্যক্রমে নতুন মাত্রার সংযোজন হলো। কমিশনের মামলার আসামি গ্রেফতার, তল্লাশি, আলামত জব্দকরণ, আসামি আদালতে সোপর্দ এবং সর্বোপরি দুদকের দুর্নীতিেিরাধী অভিযানে নিয়োজিত টিমের সার্বিক নিরাপত্তা বিধানে এ ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, নিজস্ব বাহিনীর মতোই এফবিআই এবং সিবিআই স্টাইলে দুদকের কার্যক্রম পরিচালিত হবে বলে আমরা আশা করছি। গণমাধ্যমকর্মীগণের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের আর্মড ইউনিটের সদস্যরা মামলার অনুসন্ধান বা তদন্ত কাজে অংশগ্রহণ করবেন না। তারা শুধু দুর্নীতিবিরোধী অভিযানে সম্পৃক্ত থাকবেন। অপর এক প্রশ্নের জবাবে জানান, দুদক আইন অনুসারে কমিশনের কার্যক্রমে সব বাহিনী এবং কর্তৃপক্ষের দুদককে সহযোগিতা করার আইনী বাধ্যবাধকতা রয়েছে।
×