ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় অধিগ্রহণকৃত জমির মূল্য বৃদ্ধিও দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৭

ভাঙ্গায় অধিগ্রহণকৃত জমির মূল্য বৃদ্ধিও দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর ॥ ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের উন্নয়ন প্রকল্পের যাত্রাবাড়ী-মাওয়া, পাচ্চর-ভাঙ্গা চার লেন উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণের মূল্য পরিশোধ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। মহাসড়কের চার লেনে উন্নয়ন প্রকল্প ও ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা এলাকায় ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভারের জন্য অধিগ্রহণে প্রস্তাবিত ১৫ একর জমির (ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অংশে হাসামিয়া মৌজার অধিগ্রহণকৃত জমির) মূল্য সরকার নির্ধারিত বর্তমান মূল্যের তিন গুণ বেশি নির্ধারণের দাবিতে ও পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ মানববন্ধন কর্মসূচী পালর করেছেন হাসামদিয়া মৌজার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ খান প্রমুখ।
×