ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে নতুন ওভার হেড ট্যাঙ্কে ছিদ্র

প্রকাশিত: ০৫:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৭

চাঁপাইয়ে নতুন ওভার হেড ট্যাঙ্কে ছিদ্র

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বিশুদ্ধ পানি সরবরাহের শোধনাগারটি উদ্বোধনের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুরোপুরি চালু করতে পারেনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। অভিযোগ রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ তাদের পছন্দের ঠিকাদার দিয়ে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ফকিরপাড়া গোরস্তানসংলগ্ন যে পানির ট্যাঙ্কটি নির্মাণ করেছে তাতে একাধিক ছিন্দ্র দেখা দিয়েছে। ফলে মহানন্দার পানি শোধন করে এ ওভার হেড ট্যাঙ্কটিতে ওঠাতে পারছে না। ফলে পৌরসভা তিন বেলা পানি সরবরাহ করতে পারছে না। পৌরসভা ইতোমধ্যেই একাধিকবার ওভার হেড ট্যাঙ্কটি সংস্কার বা একাধিক ছিদ্র বন্ধের আবেদন করেও ব্যর্থ হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম জানান, তারা এ ত্রুটির কারণে পানি সরবরাহ করতে পারছে না। উল্লেখ্য, ২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী চাঁপাই সফরে এসে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে দ্রুত পানি শোধনাগার নির্মাণের নির্দেশ দেন।
×