ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রী মোশাররফের দুর্নীতির মামলা বিচারের জন্য এখন প্রস্তুত

প্রকাশিত: ০৫:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৭

মন্ত্রী মোশাররফের দুর্নীতির মামলা বিচারের জন্য এখন প্রস্তুত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত একটি দুর্নীতির মামলা বিচার কাজ শুরু করার জন্য এখন প্রস্তুত। এ সংক্রান্তে মামলাটি বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বিচারিক আদালতে প্রেরণের আদেশ দিয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি নথিপত্র বিভাগীয় বিশেষ আদালতে উপস্থাপন করা হবে। এরপর আদালত অভিযোগ গঠনের সময় নির্ধারণ করবেন। উল্লেখ্য, ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওই সময়ে সরকারী জমি নিয়ে দুর্নীতির অভিযোগে তিনি ও ফটিকছড়ির তৎকালীন সংসদ সদস্য রফিকুল আনোয়ার ও তার ছোট ভাই গোন্ডেন ইন হোটেলের পরিচালক ফখরুল আনোয়ারের বিরুদ্ধে মামলার চার্জশীট দেয়া হয়। এক-এগার সরকারের বিদায়ের পর দুর্নীতির মামলা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে অব্যাহতি দেয় হাইকোর্ট। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ৮ মে আপীল বিভাগের আদেশে মামলাটি আবারও সচল হয়।
×