ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাকা আত্মসাত ॥ লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৫:৪০, ৮ সেপ্টেম্বর ২০১৭

টাকা আত্মসাত ॥ লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৭ সেপ্টেম্বর ॥ রায়পুরে ইসলামী ব্যাংক শাখা কর্মকর্তা নুর মোহাম্মদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৮৬ গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে তিনি ব্যাংকের আট কোটি ৯৭ লাখ এক হাজার ২১৯ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। ব্যাংক থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। নুর মোহাম্মদ ব্যাংকটির এসবিআইএস সুপারভাইজার। জানা গেছে, নুর মোহাম্মদ ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত থেকে ১৮৬ গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে আট কোটি ৯৭ লাখ এক হাজার ২১৯ টাকা উত্তোলন করে। তিনি এ টাকা আত্মসাত করেছেন। বিষয়টির ব্যাংকের অডিট টিম সত্যতা পায়। কোন গ্রাহক ঋণ গ্রহণ না করলেও তিনি ভুয়া ও জাল ভাউচার তৈরি করে ব্যাংক থেকে ঋণ অনুমোদন করে নিজেই আত্মসাত করে।
×