ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে খুলনায় সমাবেশ

প্রকাশিত: ০৫:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে খুলনায় সমাবেশ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে পেশাজীবী ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা শাখা, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ খুলনা শাখা, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর খুলনা, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ খুলনা শাখা, খুলনা প্রেসক্লাব ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা যৌথভাবে এ সমাবেশ আয়োজন করে। বিএমএ খুলনা শাখার সভাপতি ও ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহ্বায়ক হুমায়ুন কবির ববির পচিলনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, কৃষিবিদ ইনস্টিটিউশন খুলনার সভাপতি মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ডাঃ অরুণ কান্তি ম-ল, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার খুলনা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবাহান, বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় নেতা সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক প্রমুখ। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর মদিনা মার্কেটের সংস্থার কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধনে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেনÑ মহিলা কাউন্সিলর ও সংস্থার উপদেষ্টা রেবেকা বেগম রেনু, মানবাধিকার সংস্থার কর্মী আনোয়ারা বেগম, শেখ আব্দুল জব্বার তুতু, এমদাদুল হক স্বপন, সমাজসেবক ফয়জুল হক, জসিম উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, বেলাল আহমদ রেজন, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার এলাকার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক এমদাদ, জাসদ নেতা এ্যাডভোকেট কার্তিক চন্দ্র দাস, খমির উদ্দিন, ডাঃ তারিকুল ইসলাম তারেক প্রমুখ। শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, বৃহস্পতিবার শাহজাদপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসদ এ কর্মসূচীর আয়োজন করে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনিরামপুর বাজারে এসে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন, হত্যাযজ্ঞ বন্ধ ও জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, জাসদ যুব জোটের সভাপতি সায়েমুল ইসলাম শোভন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন প্রমুখ।
×