ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে যাবেন ১৪ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৩৫, ৮ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে জনসভাস্থল পবার বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের বিশাল মাঠ সংস্কার শুরু হয়েছে। রাজশাহীতে একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলেও এবার প্রথমবারের মতো শহরঘেঁষা উপজেলা পবায় আসছেন তিনি।এ কারণে উৎফুল্ল নেতাকর্মীরাও। এবারের জনসভায় পাঁচ লাখ মানুষের জনস্র্রোতের টার্গেট নিয়ে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী আওয়ামী লীগ। এই জনসভার স্থানীয় আয়োজক পবা উপজেলা আওয়ামী লীগ হলেও তা সফল করতে ইতোমধ্যে মহানগর ও জেলা আওয়ামী লীগ যৌথভাবে কাজ শুরু করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী সফরকালে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবা উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পবার খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ভাষণ দেয়ার আগে সেখান থেকে প্রধানমন্ত্রী রাজশাহীর বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানা গেছে। স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভায় পাঁচ লাখ মানুষের সমাগমের টার্গেট নেয়া হয়েছে। এই টার্গেট পূরণে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক সঙ্গে কাজ শুরু করছেন। রাজশাহী ছাড়াও নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেবেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এক সঙ্গে কাজ শুরু করেছে। এ নিয়ে বৃহস্পতিবার জেলা ও নগর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ১০ সেপ্টেম্বর থেকে চারদিন জেলা পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিটে প্রচার মিছিল করা হবে।
×