ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আয়-বহির্ভূত সম্পদ মামলা

এমপি বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ অক্টোবর

প্রকাশিত: ০৫:২৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

এমপি বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ অক্টোবর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জ্ঞাত-আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারদলীয় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১২ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ সংসদ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। জানা গেছে, আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে সময় পিছিয়ে দিয়েছে। উল্লেখ্য, জরুরী অবস্থা চলাকালে অর্থাৎ ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় দুদকের পক্ষ থেকে আবদুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত-আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
×