ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চোখ উৎপাটনের ঘটনায় খুলনায় ওসিসহ ১৩ জনের নামে মামলা

প্রকাশিত: ০৫:২০, ৮ সেপ্টেম্বর ২০১৭

চোখ উৎপাটনের ঘটনায় খুলনায় ওসিসহ ১৩ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মোঃ শাহজালাল নামের এক ব্যক্তির চোখ উৎপাটনের ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খানসহ ১৩ জনকে আসামি করে বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আমলী আদালত খুলনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শাহজালালের মা নগরীর খালিশপুর থানার নয়াবাটি রেললাইন বস্তি কলোনির বাসিন্দা মোঃ জাকির হোসেনের স্ত্রী মোছাঃ রেণু বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার ১৩ আসামির মধ্যে ১১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মামলায় দাবিকৃত দেড় লাখ টাকা না পেয়ে পুলিশ কর্মকর্তারা যোগসাজশে তার ছেলে মোঃ শাহজালালের দুটি চোখ উৎপাটন করেছে বলে অভিযোগ করা হয়। বাদীপক্ষের আইজীবী এ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলাম মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, খুলনা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে বাদীর জবানবন্দী লিপিবদ্ধ করে শুনানি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ২০১৭ আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন খালিশপুর থানার এসআই রাসেল, এসআই তাপস রায়, এসআই মিজান, এসআই মামুন, আনসার সিপাই আফসার আলী, আনসার ল্যান্স নায়েক আবুল হোসেন, আনসার নায়েক রেজাউল, এসআই নূর ইসলাম, এএসআই সৈয়দ সাহেব আলী এবং ১৬/১ পুরাতন যশোর রোডের শুকুর আহম্মেদের মেয়ে সুমা আক্তার (২০) ও শিরোমনি বাদাম তলা এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রাসেল (৩২)। এ মামলায় বাদীর স্বামী মোঃ জাকির হোসেন, ভিকটিম (অন্ধত্বের শিকার), ভিকটিমের স্ত্রী, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসারসহ ১০ জনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত ১৮ জুলাই বাদীর ছেলে মোঃ শাহ জালাল স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পিরোজপুরের কাউখালি উপজেলার সুবিদপুর গ্রামের বাড়ি থেকে নগরীর নয়াবাটি রেললাইন বস্তি কলোনির শ্বশুর বাড়িতে আসে। ওইদিন রাত ৮টায় শাহজালাল তার শিশু কন্যার দুধ কেনার জন্য বাসার পাশের একটি দোকানে যায়। এ সময় খালিশপুর থানার ওসি নাসিম খানের নির্দেশে কৌশলে তাকে থানায় ডেকে নেয়া হয়। তার ফিরতে দেরি হওয়ায় খোঁজ নিতে পরিবারের সদস্যরা থানায় গেলে ওসি তাকে ছাড়ানোর জন্য দেড় লাখ টাকা দাবি করেন। অন্যথায় তাকে জীবনে শেষ করে ফেলবে বলে হুমকি দেন। কিন্তু দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হয়ে স্বজনরা থানার সামনে অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তারা শাহজালালকে পুলিশের গাড়িতে করে বাইরে নিয়ে যায়।
×