ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে তিন কেজি ৬শ’ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রী আটক

প্রকাশিত: ০৫:২০, ৮ সেপ্টেম্বর ২০১৭

শাহজালালে তিন কেজি ৬শ’ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে তিন কেজি ৬ শ’ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রী আটক করেছে ঢাকা কাস্টম হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার টার্কিস এয়ারলাইন্সে আসা যাত্রী সালমান মুকুলের কাছ থেকে ৬শ’ গ্রাম এবং থাই এয়ারওয়েজে আসা যাত্রী শাখাওয়াত হোসেনের কাছ থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টম হাউসের সহকারী কমিশনার জানান, বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে (টিজি ৩২১) দুপুর ১২ টা ২০ মিনিটে আসা সন্দেহজনক যাত্রীদের ওপর নজর রাখা হয়। মালয়েশিয়া থেকে ব্যাঙ্কক হয়ে আসা যাত্রী শাখাওয়াত হোসেন গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়। ব্যাগের ভেতরে স্বর্ণজাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়। ব্যাগ খুলে ভেতর থেকে বাদামি স্কচটেপ পেঁচানো দুটি প্যাকেট থেকে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার ও এক কেজি ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন তিন কেজি। যাত্রী শাখাওয়াতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রী। ঈদের দিন তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। সাইদুল ইসলাম জানান, একইদিন সকালে পিতলের তৈজসপত্রের ভাঙ্গারির ভেতর থেকে ৬শ’ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইটে (টিকে ৭২১) ইতালির রোম থেকে আসা যাত্রী সালমান মুকুলের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর সালমান মুকুলের ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙ্গারির ভেতরে স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়। ভাঙ্গারির ভেতরে বাদামি স্কচটেপ পেঁচানো চারটি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙ্গা অংশ উদ্ধার করা হয়।
×