ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপির মানববন্ধন আজ

রোহিঙ্গা ইস্যুতে সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:১৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ ও তাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন রোহিঙ্গা ইস্যুতে সরকার সুবিধাবাদী ভূমিকা পালন করছে। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় পর্যন্ত দিচ্ছে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন। তিনি বলেন, শুক্রবার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিএনপি এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচী পালন করবে। এ মানববন্ধন কর্মসূচী পালন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে বিএনপি মানববন্ধন করবে, আশঙ্কা হচ্ছে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় কিনা? তারা সভা-সমাবেশ ডাক দিলেই নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় আর এর দায় চাপায় আওয়ামী লীগের উপর।’ বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কর্মসূচী নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য অশনি সংকেত। তার এ কথায় বুঝা যায় তাদের মাথায় অন্য কোন পরিকল্পনা আছে। ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেরা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রতিনিয়ত খবরের কাগজ খুললে তা দেখা যায়। বুধবারও নোয়াখালীতে নিজেদের মধ্যে গোলাগুলি করেছে। অনেকেই আহত হয়েছেন। সাইফুর রহমানের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, যাকে আমরা অর্থনীতির প্রতিকৃত বলি তিনি হলেন সাইফুর রহমান। সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখতে সরকার বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে নাজেহাল করছে। মির্জা ফখরুল বলেন, বুধবার বরিশাল উত্তর জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে আওয়ামী লীগের লোকেরা হামলা চালায়। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, জনবিচ্ছিন্ন সরকারের এ ধরনের হীন অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে গণতন্ত্রকামী মানুষের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করে রাখা। কিন্তু ইতিহাস বলে শত জুলুম, অত্যাচার ও নির্যাতন করেও মুক্তিকামী জনগণের দুর্বার আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না। তিনি বলেন, বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক রীতি-নীতিকে ভূলণ্ঠিত করে জুলুম উৎপীড়নের নতুন নতুন পন্থা অবলম্বন করে একের পর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ বিএনপির মানববন্ধন মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করবে বিএনপি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
×