ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোকেন চোরাচালান মামলার অধিকতর তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৫:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৭

কোকেন চোরাচালান মামলার অধিকতর তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে আটক কোকেনের চালান নিয়ে মামলার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ইতোপূর্বে নগর গোয়েন্দা পুলিশের অভিযোগের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নারাজি আবেদন আদালত গ্রহণ করার পর বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মোঃ শাহেনুর এ আদেশ দিয়েছেন। সরকার পক্ষে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, মামলার নথিপত্র এবং অভিযোগপত্র পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে, চোরাচালানের ধারায় তদন্ত সঠিক হয়নি। প্রধান আসামি নূর মোহাম্মদকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। তাই রাষ্ট্রপক্ষ থেকে নারাজি দেয়া হয়েছিল। আদালত তা গ্রহণ করেছে। উল্লেখ্য, সূর্যমুখী তেলের চালানের সঙ্গে চট্টগ্রাম বন্দরে কোকেন এসেছিল ২০১৫ সালের ৬ জুন। গোপন সূত্রের খবরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চালানটি জব্ধ করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে এর মালিক খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে বাদ দেয়া হয় অভিযোগপত্র থেকে। বিষয়টি আদালতকে নারাজি হিসেবে আপত্তি দেয়ার পর আদালতের নির্দেশে র‌্যাবকে তদন্তের নির্দেশ দেয়া হয়। র‌্যাবের তদন্তে নূর মোহাম্মদ ও তার ভাই মোস্তাক আহমদসহ ১০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে।
×