ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৬ জনসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:১৪, ৮ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৬ জনসহ নিহত ৯

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৭ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইলে বৃহস্পতিবার দুপুরে পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় মোট ১৬ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মানিক-উজ-জামান জানান, ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের খুদিরামপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। মহাসড়কের খুদিরামপুর এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আহতরা জানান, ঢাকা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান রতন ঈদের ছুটি শেষে তার পরিবার ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে মোট ১৬ জন বৃহস্পতিবার দুপুরে একটি মাইক্রোবাসে সিরাজগঞ্জের কাজীপুর থানার কাজীহারা গ্রাম থেকে গাজীপুরের কালিয়াকৈর থানার বাঁশতৈল এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার খুদিরামপুর এলাকায় মাইক্রোবাসটি এসে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মনিরুজ্জামান রতনের পরিবার ও শ্বশুরবাড়ির ৯ জন সদস্য নিহত হয়। নিহতরা হলো- মনিরুজ্জামান রতনের মা মমতাজ বেগম (৫৮), স্ত্রী তাহমিনা আক্তার সোমা (৩০), ছেলে রিজভী (১০), শ্বশুর কসিম উদ্দিন (৬০), শাশুড়ি হাজেরা বেগম (৫০), শ্যালক রায়হায় উদ্দিন শুভ (৩০), নিকটাত্মীয় সোহেল রানা (১২), মেহেদি হাসান (৩৫), গাড়ির চালক ভুলু মিয়া (৩৫)। নিহতদের সকলের বাড়ি সিরাজগঞ্জ ও গাজীপুর জেলায়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন ৫ জন। এরা হলো- মনিরুজ্জামান রতন (৪৮), ভাই পাপন (৩০), ওমর ফারুক, মনসুর আলী ও শম্পা। এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালের চিকিসৎক শহিদুল্লাহ কায়সার জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এদিকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ থেকে ফেরার পথে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় কয়েকজন যুবক নিজেদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগিতা করছিল। এ সময় মোটরসাইকেলের চাকা পিছলে গেলে সোহাগ নামের এক চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার হাজরাঘাট এলাকার মজনু মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী হিমেলকে (২৪) টাঙ্গাইল মেডিক্যালে ও পরে ঢাকা নেয়ার পথে মির্জাপুর এলাকায় তার মৃত্যু হয়। হিমেল হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে। অপরদিকে টাঙ্গাইলের সখীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগরদিঘী-ঢাকাগামী বাস ফেরদৌস পরিবহন ও বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক উপজেলার প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাস ও ট্রাকের চালকসহ ১০ জন আহত হয়।
×