ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র অনেক বড় অর্জন ॥ মুশফিক

প্রকাশিত: ০৫:১৪, ৮ সেপ্টেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র অনেক বড় অর্জন ॥ মুশফিক

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ সিরিজ জেতার মোক্ষম সুযোগ হাতে ধরা দেয়নি। দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়ার জয়টাকে আটকে রাখতে পারেনি স্বাগতিক বাংলাদেশ দল। সে কারণে দুই টেস্টের সিরিজ হয়েছে ১-১ সমতায় শেষ। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই সিরিজ ড্র’কে অনেক বড় অর্জন বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে লিড নিয়েছিল স্বাগতিকরা, কিন্তু চট্টগ্রাম টেস্টে উল্টো ৭২ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এটিই ম্যাচের বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন মুশফিক। ম্যাচশেষে বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তরের সময় এসব কথা বলেন। তাঁর কথায় সাধারণত টেস্টের প্রথমদিনে তো ভাল থাকবে, দ্বিতীয়দিন থেকে আস্তে আস্তে খারাপ হতে থাকবে। এটা আমাদের অবশ্যই জানা ছিল। তবে আমার মনে হয় এই উইকেট থেকে যতটুকু সুবিধা পাওয়ার কথা সেটা আমাদের চেয়ে তারা বেশি কাজে লাগাতে পেরেছে। নাথান লিয়ন একমাত্র বোলার যে কিনা ভয়ঙ্কর, এখান থেকে সুবিধাটা ভালভাবে নিতে পেরেছে এবং আমাদের ব্যাটসম্যানদের অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু কিছু আউট ছিল যেগুলো আসলে অযাচিত, এমন দুই-তিনটা আউট আছে। আমরা যদি প্রথম ইনিংসে ৩৫০+ বা ৪০০’র কাছাকাছি করতে পারতাম তাহলে হয়তো বা ওদের ১৫০ রানের লিড দিতে পারতাম, তাহলে হয়তো অন্যরকম খেলা হতে পারতো। তো, আমার মনে হয় পুরো সিরিজ জুড়ে আমাদের ব্যাটিংটা দুর্বলতার জায়গা ছিল। এটা কিন্তু আসলে আমাদের অবশ্যই চিন্তায় ছিল যে একটা ডানহাতি-বাঁহাতি সমন্বয় করার। এটা আসলে কৌশলগত একটা পদক্ষেপ ছিল। যদি খেয়াল করে দেখেন গত কয়েক টেস্টে নাম্বার চারে এখনও আমাদের বিশেষজ্ঞ কোন ব্যাটসম্যান নেই। সাব্বির বেশকিছু ম্যাচ ওখানে খেলেছে। আমরা যতটুকু ওই পজিশন ওর কাছ থেকে আশা করেছিলাম ততটুকু আমরা পাচ্ছিলাম না। শেষ ইনিংসে সাব্বির সাতে খেলে ভাল রান করেছে। নাম্বার তিনে মুমিনুল অনেকবার খেলেছে, আমাদের ওপরে তিনজন ওপেনার আছে। এ কারণে ওই জায়গাটা পরিবর্তন করাটা একটু কঠিন হয়ে যায়। আমরা চিন্তা করেছিলাম মাঝখানে যদি একজন ডানহাতি ব্যাটসম্যান যায় তাহলে ওদের (অস্ট্রেলিয়া) একটু সমস্যায় ফেলা সম্ভব হবে। পিচে অবশ্যই স্পিনারদের জন্য সাহায্য ছিল। প্রথমদিনে আমাদের খুব ভাল একটা সুযোগ ছিল। বেশিরভাগ সোজা বলেই আমরা আউট হয়েছি। যেসব বল ওরা প্রথম টেস্টে ঢাকায় মিস করেছিল। আমি মনে করি এই জায়গাতে ওদের আমরা বড় একটা সুযোগ করে দিয়েছি। দেড়দিন যদি আমরা ব্যাটিং করতে পারতাম তাহলে ওদের বোলাররা অনেক ক্লান্ত হয়ে যেত। দ্বিতীয় ইনিংসে তখন ওদের ব্যাটসম্যানরা অন্যরকম একটা মনোভাব নিয়ে আসত। আমাদের তখন আক্রমণাত্মক মনোভাবটা অন্যরকম থাকত। আমার মনে হয় আপনারা জানেন এই উইকেটে ২০-৩০টা রান কতটা গুরুত্বপূর্ণ। এখানে ৭২ রান অনেক বেশি। প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা এমন কোন বলে আউট হয়নি যার জন্য বোলাররা কৃতিত্ব পেতে পারে।
×