ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

রাশিয়া থেকে দুই লাখ টন গম আমদানি করা হবে

প্রকাশিত: ০৫:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৭

রাশিয়া থেকে দুই লাখ টন গম আমদানি করা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য নিরাপত্তা বলয় আরও সুদৃঢ় করতে এবার রাশিয়া থেকে দুই লাখ মেট্র্র্রিক টন গম আমদানি করবে সরকার। এছাড়া বনানী-এয়ারপোর্ট সড়কের নিরাপত্তা ও সৌন্দর্যের কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। বিদেশী কোম্পানির অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির নতুনভাবে প্রস্তাবনা দিতে বলেছে কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বনানী-টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের বনানী রেলক্রসিং হতে এয়ারপোর্ট মোড় পর্যন্ত উভয় পাশে ৬ কিলোমিটার সৌন্দর্যবর্ধন কাজ সম্পাদনের অনুমোদনের জন্য একটি প্রস্তাব পাঠায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কিন্তু এ প্রস্তাবনার অনুমোদন দেয়নি কমিটি। এদিকে একের পর এক বন্যা, সেসঙ্গে খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না হওয়ায় সরকারী উদ্যোগে খাদ্য আমদানি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এবার রাশিয়া থেকে দুই লাখ টন গম আমদানি করছে সরকার। এই পরিমাণ গম আমদানি করতে খরচ পড়বে ৪১৮ কোটি টাকা। জি টু জি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এই গম আমদানি করা হবে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, রাশিয়া থেকে গম আমদানির প্রস্তাবটি সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদনের আগে তা অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত সার-সংক্ষেপে উল্লেখ করা হয়েছে-চলতি বছর উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ায় সরকারের ধান, চাল ও গম সংগ্রহ ব্যর্থ হয়। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের ত্রাণ সহায়তায় খাদ্যসামগ্রীর কারণে খাদ্য ঘাটতি বেড়ে যায়। এই বাস্তবতায় খাদ্য ঘাটতি মেটাতে সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখ টন খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৫ লাখ টন চাল এবং ৫ লাখ টন গম। আগামী অক্টোবর মাসে রাশিয়া সরকার বাংলাদেশকে এ গম সরবরাহ করবে। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে এ গম আমদানি করা হবে। এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবনায় বলা হয়, বনানী-টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের বনানী রেলক্রসিং হতে এয়ারপোর্ট মোড় পর্যন্ত মহাসড়কাংশটি এয়ারপোর্ট সড়ক নামে পরিচিতি। এ সড়কে প্রতিদিন বিদেশী ভিভিআইপি, ভিআইপিসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়ক ও জনপথ অধিদফতরের ক্ষুদ্র আরবরিকালচার ইউনিট দ্বারা সড়কটির সৌন্দর্যবর্ধনে কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না। ৯০ দশকের করা কাজের সঙ্গে আধুনিক সুবিধা যোগ করে যুগোপযোগী করা জরুরী হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে মহাসড়কটির রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের জন্য স্পন্সর নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয় সূত্র মতে, গত বছর দরপত্রের মাধ্যমে বনানী-এয়ারপোর্ট মোড় পর্যন্ত ৬ কিলোমিটার মহাসড়কাংশটি রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের জন্য ১০ বছর মেয়াদে বেসরকারী প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ নিয়োগ দেয়া হয় । সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নে প্রতিষ্ঠান ব্যয় করবে ৯০ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকা। আর এলইডি ডিসপ্লে বোর্ড, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, ডিজিটাল বিলবোর্ড ইত্যাদি স্থাপনের মাধ্যমে ৯৯ কোটি ৩৮ লাখ টাকার আর্থিক সুবিধা নেবে প্রতিষ্ঠানটি। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবনাটি পর্যালোচনা করে পুনরায় পাঠানোর জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্দেশনা দিয়েছে। গত জুন মাসে মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, আউটসোর্সিং এর মাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতর বিমানবন্দর সড়কে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়। এ কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে পাঁচ লাখ গাছের চারা লাগানো হবে। দেশীয় বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধক গাছ লাগানোর মধ্যদিয়ে এ সড়কের দু’পাশ সবুজায়ন করা হবে।
×