ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃষ্ণাদের কাছে সালাউদ্দিনের চাওয়া

প্রকাশিত: ০৫:১১, ৮ সেপ্টেম্বর ২০১৭

কৃষ্ণাদের কাছে সালাউদ্দিনের চাওয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ছেলেরা যা এত বছরেও করে দেখাতে পারেনি তা তোমরা দারুণভাবে করে দেখিয়েছ। এটা দারুণ কৃতিত্ব। আমরা গর্বিত। এই আসরের মূলপর্বে খেলার জন্য তোমরা গত এক বছর অনেক কষ্ট করেছ। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সঙ্গে তোমরা প্রথম ম্যাচেই খেলবে, এটা দারুণ ব্যাপার। তবে এই আসরে তোমরা জিতবে না হারবে, না ড্র করবে ... সবকিছু তোমাদের ওপরই নির্ভর করছে। তোমাদের হাতেই সব। আমরা শুধু এজন্য যথাসাধ্য সাহায্য করতে পারি। খেলায় কোচের পরিকল্পনাই সব। তোমরা কোচের প্রতিটি নির্দেশই মেনে চলবে। মেনে চলবে শৃঙ্খলা। বিশ্বকে দেখিয়ে দাও, তোমরা কি করতে পার, কোথায় তোমাদের অবস্থান। তোমাদের প্রতি রইলো শুভকামনা’। বাংলাদেশ অ-১৬ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের প্রতি কথাগুলো কাজী মোঃ সালাউদ্দিনের। বাফুফের এই সভাপতি বৃহস্পতিবার বাফুফে ভবনে তাদের ব্যক্তিগতভাবে এই উৎসাহব্যঞ্জক কথাগুলো বলেন। শুক্রবার সকালে আজ অ-১৬ দলের মহিলা ফুটবলাররা থাইল্যান্ড রওনা হচ্ছে, সেখানে তারা ‘এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে’র মূলপর্বে অংশ নেবে। সালাউদ্দিনের প্রেরণামূলক বক্তব্য শুনে যে মহিলা দল উজ্জীবিত হয়েছে সেটি বোঝা গেছে দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের কথায়, ‘আপনার জন্য আমরা ভাল একটি রেজাল্ট আনতে চাই।’ সেটি পারবে কি কৃষ্ণাবাহিনী?
×