ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমার হবেন সবার সেরা ॥ এমবাপে

প্রকাশিত: ০৫:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৭

নেইমার হবেন সবার সেরা ॥ এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের উঠতি তারকা কিলিয়ান এমবাপে। ইতোমধ্যে নজর কেড়েছেন ফুটবলবিশ্বের। তাক লাগানো পারফর্মেন্সের কারণে ফরাসী জাতীয় দলেও অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী এ ফরোয়ার্ডের। স্বদেশী ক্লাব মোনাকোতে ছিলেন। সেখান থেকে ধারে চলতি মৌসুমে এসেছেন প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। পিএসজিতে এসে মহাখুশি এমবাপে। তার লক্ষ্য নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য পাইয়ে দেয়া। পাশাপাশি তিনি রোামাঞ্চিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে খেলতে পারবেন বলে। পিএসজিতে অভিষেকের অপেক্ষায় থাকা এ তরুণ জানিয়েছেন, নেইমারের সঙ্গে খেলতে ও তাকে সাহায্য করতে তিনি মুখিয়ে আছেন। গত আগস্টে বিশ্বরেকর্ড গড়া ২২ কোটি ২০ লাখ ইউরো (২২২ মিলিয়ন ইউরো) ট্রান্সফার ফিতে নেইমারের আলোচিত দলবদল সম্পন্ন হয় পিএসজির সঙ্গে। ২০১৬ সালের আগস্টে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে পল পোগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল ট্রান্সফার ফির আগের বিশ্বরেকর্ড। ফরাসী ফরোয়ার্ড পোগবার দলবদল প্রথম ১০০ মিলিয়নের ঘর ছুঁয়েছিল। আর সেটাই এখন পার হয়ে গেছে ২০০ মিলিয়নের ঘর। যদিও সবমিলিয়ে এই দলবদলের আসল আকার গিয়ে দাঁড়াচ্ছে ৫০০ মিলিয়নে। পিএসজির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। সবমিলিয়ে এ পাঁচ বছরে নেইমারের পেছনে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো (৪৫ কোটি পাউন্ড) খরচ হবে পিএসজির। এর মধ্যে আছে নেইমারের রিলিজ ক্লজ মূল্য, পারিশ্রমিক ও বোনাস। নেইমারের রিলিজ ক্লজ মূল্য ১৯ কোটি ৮০ লাখ পাউন্ড (২২ কোটি ২০ লাখ ইউরো)। প্যারিসের ক্লাবটিতে বছরে ২ কোটি ৬৮ লাখ পাউন্ড (৩ কোটি ইউরো) পারিশ্রমিক পাবেন। অর্থাৎ পাঁচ বছরে নেইমারকে ১৫ কোটি ইউরো পারিশ্রমিক দিতে হবে পিএসজিকে। এটা অবশ্য কর পরিশোধের পর। এমনিতে নেইমারের সাপ্তাহিক পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৫ লাখ ১৫ হাজার পাউন্ড। বার্সিলোনা থেকে নেইমারকে নেয়ার পর দলবদলের একেবারে শেষদিকে এমবাপেকে এক মৌসুমের জন্য ধারে নিয়েছে প্যারিসের পরাশক্তিরা। চুক্তিতে আগামী বছর ১৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয়ার সুযোগ আছে। বুধবার পিএসজিতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় এমবাপেকে। পরে দলের সঙ্গে অনুশীলনও করেন এই ফরোয়ার্ড। গত নয় বছর ধরে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা আছে বার্সিলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। এটা নিজের হাতে দেখতে চান কি না? এমন প্রশ্ন করা হয় এমবাপেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, না এরই মধ্যে আমি এমন একজন সতীর্থ পেয়েছি যিনি এটা জিততে পারেন। তাই ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য অনেক গোল করা এবং নেইমারকে সহযোগিতা করা। এমবাপে বলেন, অনেক শিরোপা জয়ে নেইমার আমাদের সহযোগিতা করতে পারেন। তাই তার যতœ নিতে হবে আমাদের। ব্যালন ডি’অর জিততে তাকে সহযোগিতা করার জন্য আমি সবকিছু করব। তাকে সহযোগিতা করতে পারলে আমারও ভাল লাগবে। দলীয় সাফল্য পাওয়ার ব্যাপারেও আশাবাদী ফ্রান্সের এই খেলোয়াড়। বলেন, পিএসজি উচ্চাকাক্সক্ষী একটা ক্লাব, যারা বিশ্বের সেরা হতে চায়। তাই সবগুলো প্রতিযোগিতা জিততে হবে। তাই আপনাকে সব প্রতিযোগিতা জিততে হবে সেক্ষেত্রে সন্দেহের কোন অবকাশ নেই। লক্ষ্য পূরণে নিজেদের শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার প্রতি জোর দিচ্ছেন এমবাপে। তার মতে এটাই সাফল্যের চাবিকাঠি।
×