ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেমিফাইনালে রাফায়েল নাদাল

ফেদেরারকে থামালেন ডেল পোত্রো

প্রকাশিত: ০৫:০৭, ৮ সেপ্টেম্বর ২০১৭

ফেদেরারকে থামালেন ডেল পোত্রো

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত থেমে গেল রজার ফেদেরারের জয়রথ। টেনিসপ্রেমীদের হতাশায় ডুবিয়ে সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তিকে থামিয়ে দিলেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। এর ফলে আধুনিক টেনিসের সবচেয়ে ধ্রুপদি আরেকটি লড়াই আর দেখার সুযোগ পাচ্ছেন না ভক্ত-অনুরাগীরা। বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার দারুণ সম্ভাবনা ছিল রজার ফেদেরার ও রাফায়েল নাদালের। কিন্তু সেটা আর হচ্ছে না। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল সেমিফাইনালে উঠলেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন রজার ফেদেরার। চলতি মৌসুমে দুটি গ্র্যান্ডস্লাম শিরোপা জেতা ফেদেরারকে বিদায় করলেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। বুধবার শেষ আটের কঠিন লড়াইয়ে টুর্নামেন্টের ২৪তম বাছাই ডেল পোত্রো ৭-৫, ৩-৬, ৭-৬ (১০/৮) এবং ৬-৪ গেমে হারালেন ১৯টি গ্র্যান্ডসøামের মালিক রজার ফেদেরারকে। এর ফলে শেষ চারে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন আর্জেন্টাইন তারকা ডেল পোত্রো। ফেদেরার ও নাদাল তাদের সুদীর্ঘ ক্যারিয়ারে মোট ৩৭বার একে অপরের মুখোমুখি হয়েছেন। নাদালের ২৩ জয়ের বিপরীতে ফেদেরার দেখেছেন ১৪ জয়। কিন্তু এর মধ্যে একটি ম্যাচও ইউএস ওপেনে ছিল না। তবে এবার সেই সম্ভাবনাই তৈরি হয়েছিল। সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ফ্ল্যাশিং মিডোতে তাদের আর দেখা হলো না। ইউএস ওপেনে এর আগে মাত্র একবার মুখোমুখি হন ফেদেরার ও ডেল পোত্রো। সেটা ছিল ২০০৯ সালের ফাইনালে। সেবার ফেড এক্সপ্রেসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জেতেন ডেল পোত্রো। দীর্ঘ আট বছর পর আবারও ফেদেরারকে হারালেন তিনি। ফেদেরারকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত ডেল পোত্রো। সমর্থকদের প্রতি আলাদাভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘এটাকে আমি আমার ঘরের কোর্টও মনে করি। যতবারই এখানে খেলি ততবারই তুমি আমাকে আনন্দে ভাসাও। এখানকার সমর্থকদেরও অনেক ভালবাসি আমি।’ এদিকে দুর্দান্ত শুরু করেও শেষ আটে ডেল পোত্রোর কাছে হারায় ফেদেরারের সমর্থকরা চরম হতাশ। তবে সুইস তারকার মতে যোগ্য খেলোয়াড় হিসেবেই ডেল পোত্রো ম্যাচ জিতেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচ হেরে যাওয়ায় অবশ্যই খারাপ লাগছে কিছুটা তবে জুয়ান মার্টিন যোগ্য খেলোয়াড় হিসেবেই ম্যাচটা জিতেছে।’ বুধবার কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে রাফায়েল নাদালের মুখোমুখি হন রাশিয়ার তরুণ খেলোয়াড় আন্দ্রে রুবলেভ। অভিজ্ঞতা ও শক্তিতে এগিয়ে থাকা স্প্যানিশ তারকার কাছে কোন পাত্তাই পাননি এই রুশ তারকা। এর ফলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নাদাল ম্যাচটি জিতেছেন ৬-১, ৬-২, ৬-২ গেমে। শনিবার ডেল পোত্রোর বিপক্ষে সেমিফাইনাল খেলবেন ১৫টি গ্র্যান্ডসøামের মালিক রাফায়েল নাদাল। একইদিন অন্য সেমিফাইনালে নাদালের স্বদেশী পাবলো কারেনো বুস্তা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনের। এদিকে ইনজুরির কারণে চলমান ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে আগেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন গ্রেট ব্রিটেনের প্রতিভাবান টেনিস তারকা এ্যান্ডি মারে। নিতম্বে ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। এবার মৌসুমের বাকি সময়টাতেও কোর্টে না খেলতে পারার কথা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মারে বলেন, ‘চলতি মৌসুমের বাকি সময়টাতে হয়তোবা আর মাঠে নামা নাও হতে পারে।’ নিজের ফেসবুক পেজে এ বিষয়ে তিনবারের গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন মারে বলেন, ‘গত বেশ কয়েক মাস যাবত নিতম্বে ইনজুরিতে ভোগার কারণে দুর্ভাগ্যজনকভাবে বেজিং, সাংহাই টুর্নামেন্টে এবং সম্ভবত বছরের শেষ দুই ইভেন্ট ভিয়েনা ও প্যারিসে অংশ নিতে পারছি না আমি।’ গত জুলাইয়ে উইম্বলডন কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্টের স্যাম কুয়েরির কাছে পরাজয়ের পর থেকে খেলার বাইরে রয়েছেন স্কটল্যান্ডে জন্মগ্রহণ করা ৩০ বছর বয়সী মারে। ফরাসী ওপেনের সেমিফাইনালে সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কার কাছে পরাজিত হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন মারে।
×