ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবল ধ্বংস করছে পিএসজি, ম্যানসিটি!

প্রকাশিত: ০৫:০৫, ৮ সেপ্টেম্বর ২০১৭

ফুটবল ধ্বংস করছে পিএসজি, ম্যানসিটি!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি জ্যাভিয়ার টেবাস। স্প্যানিশ ক্লাব জিরুনার সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করা প্রসঙ্গে তিনি এ হুঙ্কার দিয়েছেন। টেবাসের মতে, ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’র চেষ্টা করছে ম্যানসিটি। তিনি আরও বলেন, ম্যানসিটি ও ফরাসী জায়ান্ট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে। অর্থ খরচের রাষ্ট্রীয় সুযোগকে কাজে লাগিয়ে তারা এ খারাপ কাজ করছে। টেবাসের এ বক্তব্যের জবাবে সিটির মুখপাত্র সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, টেবাসের এই বক্তব্য দুর্বল তথ্যনির্ভর এবং কল্পনাপ্রসূত। ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব ও সিটি ফুটবল গ্রুপ আইন উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতেই সঠিক আইন মেনে অংশীদারিত্ব চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে। বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সিলোনা থেকে নেইমারকে ও ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে কিলিয়ান এমবাপেকে পিএসজি দলে ভিড়িয়েছে। দল বদলের সময় সিটিও নতুন খেলোয়াড়দের দলে ভোড়ানো বাবদ খরচ করেছে ২২১ মিলিয়ন পাউন্ড। টেবাস বলেন, সিটি ও পিএসজি এই অর্থের যোগান পাচ্ছে যথাক্রমে আমিরাত ও কাতারি মালিকের কাছ থেকে। যেটি বলা যায় ‘আর্থিক ডোপিং’। দুটি ক্লাবই ইউরোপের ফুটবল পরিচালনা পরিষদ উয়েফার ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ আইনকে অমান্য করছে। এমন অবস্থায় পিএসজির অর্থ লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে উয়েফা। তবে সিটির বিরুদ্ধে কোন তদন্ত কার্যক্রম নেই। জিরুনাকে সিটির পাঁচজন খেলোয়াড় সরবরাহের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন টেবাস। তার মতে সরবরাহ করতে যাওয়া খেলোয়াড়রাও মানসম্মত নন। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা কি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়? তারা চেষ্টা করলেও সেটি বাস্তবায়ন করতে পারবে না। গত মাসে জিরুনার ৪৪.৩ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সিটি।
×