ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৩০ বছরের রেকর্ড ভাঙলেন লিয়ন

প্রকাশিত: ০৫:০৫, ৮ সেপ্টেম্বর ২০১৭

১৩০ বছরের রেকর্ড ভাঙলেন লিয়ন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ উপমহাদেশের উইকেট স্পিনবান্ধব। কিন্তু কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন এবং আরেক ভয়ানক লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল প্রায় একই সঙ্গে অবসর নেয়ার পর অস্ট্রেলিয়া অভাবটা পূরণ করতে পারেনি সহজে। শেষ পর্যন্ত অবশ্য ডানহাতি অফস্পিনার নাথান লিয়ন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত ৬ বছরে শুধু উপমহাদেশের উইকেটেই নয়, এর বাইরে যে কোন পরিবেশেই তিনি দারুণ কার্যকর ভূমিকা রেখে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সেটার প্রমাণ এবার বাংলাদেশ সফরেও দিলেন। শুধু দিলেনই না, ছাড়িয়ে গেলেন ওয়ার্ন, ম্যাকগিলসহ অনীল কুম্বলে ও সাকলাইন মুস্তাকদের। অস্ট্রেলিয়ার পক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বাধিক ১৮ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার জন জেমস ফেরিসের ১৩০ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলেছেন। তিনি চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে ১৩টি এবং সিরিজে মোট ২২ উইকেট ঝুলিতে পোরেন। এ ডানহাতি অফস্পিনারের ঘূর্ণি ছোবলেই বিভ্রান্ত হয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঠ থেকে আসা-যাওয়ার মিছিলে ছিলেন। ম্যাচের তৃতীয়দিনের বিকেলেই বোঝা যাচ্ছিল চতুর্থদিন বাংলাদেশ দলের ভাগ্যে শনির দশা আছে। কারণ শেষ বিকেলে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজরা দুর্দান্ত বোলিং করেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিন আক্রমণ বেশ ভালভাবেই অসহনীয় ও মোকাবেলা অযোগ্য হয়ে উঠতে শুরু করেছিল। সে কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সেশনে স্পিনারদের কৃতিত্বে ভালভাবে ঘুরে দাঁড়ায় ম্যাচে। এরপরও শঙ্কা, কারণ চতুর্থদিনে যদি এমনটাই আচরণ করে উইকেট সেক্ষেত্রে প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া লিয়ন কতটা ভয়ানক হয়ে উঠবেন। দিনের শুরুতেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই দুর্বিপাকেই পড়ে যায়। বাংলাদেশের অন্যতম নির্ভরতার নাম তামিম ইকবাল মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন লিয়নের দারুণ স্পিনে পরাভূত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এরপর থেকে লিয়ন যেন বিভীষিকা হয়ে ওঠেন। চার ওভার পরেই ইমরুল কায়েসকে নিজের ঘূর্ণি ফাঁদে ফেলেন। এভাবে একে একে তিনি সাকিব, সাব্বির রহমান, মুমিনুল হক ও তাইজুল ইসলামকে শিকার করেন। প্রথম ইনিংসেও ডানহাতি অফস্পিনার হিসেবে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বাড়তি সুবিধা পেয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন (৫ বাঁহাতি)। এবার ৬ শিকারের মধ্যে ৫টিই বাঁহাতি ব্যাটসম্যান (তামিম, ইমরুল, সাকিব, মুমিনুল ও তাইজুল)। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করেছিলেন লিয়ন (প্রথম ইনিংসে ৩, দ্বিতীয় ইনিংসে ৬)। লিয়নের এমন নৈপুণ্য প্রত্যাশিতই ছিল সবার কাছে। কারণ গত মার্চেই ভারত সফরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪ টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন ভারতীয় দলকে। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের এ সিরিজে লিয়নের উইকেট দাঁড়িয়েছে ২২টি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে কোন অস্ট্রেলিয়ান বোলারের সেরা নৈপুণ্য ছিল ২০০৩ সালে ম্যাকগিলের ১৭ উইকেট। এরচেয়েও বড় ব্যাপার হচ্ছে ১৩০ বছরের পুরনো অস্ট্রেলিয়ান রেকর্ড ভেঙ্গে ফেলেছেন তিনি। ১৮৮৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার জন জেমস ফেরিস ২ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ১৮ উইকেট। সেটি ছিল ফেরিসের ক্যারিয়ারের অভিষেক টেস্ট। তবে ২ ম্যাচের সিরিজে টেস্ট ইতিহাসে সেরা নৈপুণ্য আছে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের, তিনি ২০১৪ সালের আগস্টে ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টে পেয়েছিলেন ২৩ উইকেট। একই দলের কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরলিধরনকে ছুঁয়ে ফেলেছেন অবশ্য লিয়ন। ২০০৬ সালে ঘরের মাটিতে লঙ্কান এ কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ টেস্টে মোট ২২ উইকেট নিয়েছিলেন।
×