ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে পুঁজিবাদ ব্যর্থ ॥ আর্চবিশপ ক্যান্টারবেরি

প্রকাশিত: ০৫:০১, ৮ সেপ্টেম্বর ২০১৭

ব্রিটেনে পুঁজিবাদ ব্যর্থ ॥ আর্চবিশপ ক্যান্টারবেরি

ব্রিটেনে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, যুক্তরাজ্যের অর্থনৈতিক কাঠামো ভেঙ্গে পড়েছে এবং তিনি এ খাতে মৌলিক সংস্কারের আহ্বান জানান। খবর টেলিগ্রাফ। ভেঙ্গে পড়া অর্থনীতি এবং এর সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে আর্চবিশপ বলেন, যুব সমাজের আর্থিক অবস্থা তাদের পিতা-মাতার আর্থিক অবস্থার চেয়ে নিম্নতর পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এর প্রেক্ষিতে হতাশাগ্রস্ত সন্তানরা এমন এক পরিবেশে বড় হচ্ছে, এটি দেশের ধনী ও গরিব শ্রেণীর মধ্যে বিশাল ফারাকের সৃষ্টি করবে-যা বেশ তাৎপর্যবাহী এবং তা অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ পদের অধিকারী জাস্টিন ওয়েলবি ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া তার এই সাক্ষাতকারে বলেন, ব্রিটেনের এই ভেঙ্গে পড়া অর্থনৈতিক কাঠামো তরুণ প্রজন্মকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। ব্রিটেনের গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব পাবলিক পলিসি এ্যান্ড রিসার্চের (আইপিপিআর) জন্য লেখা এক নিবন্ধে আর্চবিশপ বলেন, সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় আমূল অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। আইপিপিআর-এ লেখা তার নিবন্ধে তিনি প্রশ্ন তোলেন, এ দেশের জনগোষ্ঠীর অনেকের কাছে যখন বিপুল বিত্ত বৈভব জমা হয়ে আছেÑতখন বেশির ভাগ মানুষ কেন এত দরিদ্র? তরুণ প্রজন্ম কেন তাদের পিতা-মাতার চেয়েও দরিদ্র বা অসচ্ছল। তিনি শিক্ষা খাতে টিউশন ফি ও এর ওপর আরোপিত সুদের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধিতে ছাত্রদের শিক্ষা ব্যয় নাটকীয়ভাবে বেড়েছে বলে উল্লেখ করেন। তাই তিনি শিক্ষা পদ্ধতিতে আমূল সংস্কারের কথা বলেন। ন্যায়ভিত্তিক অর্থনীতির ওপর ভিত্তি করে আইপিপিআর কমিশনের এই রিপোর্টে বলা হয়, ব্রিটেনে প্রায় দেড় শ’ বছরের ইতিহাসে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বন্ধ্যাত্ব বা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আর্চবিশপ তার রিপোর্টে শ্রমবাজারকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা, ক্রয়ক্ষমতার মধ্যে বাসস্থানের ব্যবস্থা করা এবং সর্বোচ্চ পদাধিকারীদের বেতন বৃদ্ধি সীমিত করার সুপারিশ করেন। অর্থনীতি ক্ষেত্রে ব্রিটেনের একজন আর্চবিশপের মন্তব্য প্রতিবেদন এ কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জাস্টিন ওয়েলবি তেল কোম্পানিতে সুদীর্ঘ ১১ বছর তার কর্মজীবন অতিবাহিত করেন।
×