ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুইট বার্তায় মাইকেল রিগ্যান

প্রকাশিত: ০৫:০০, ৮ সেপ্টেম্বর ২০১৭

টুইট বার্তায় মাইকেল রিগ্যান

যুক্তরাষ্ট্রে অভিবাসী পিতা-মাতার সঙ্গে আগত অল্পবয়সী সন্তানদের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যে ‘ডাকা’ কর্মসূচী গ্রহণ করেছিলেন মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের কাজ শুরু করেছেন। ডেফারড এ্যাকশন ফর চাইল্ডহুড এরাইভালস বা ‘ডাকা’র আওতায় যেসব তরুণ ১৬ বছর হওয়ার আগে তাদের অনিবন্ধিত বাবা-মায়ের সঙ্গে সে দেশে গিয়েছিল তাদের জীবন ভয়াবহ অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। এসব তরুণ অভিবাসী যুক্তরাষ্ট্রে ‘ড্রিমার্স’ নামে পরিচিতি পেয়েছে। এদের বেশিরভাগই স্প্যানিশ ভাষী হিস্পানিক- যাদের গড় বয়স ২০-এর কোঠায় এবং সংখ্যায় আট লাখের মতো। শৈশব থেকে আমেরিকায় শিক্ষা-দীক্ষাপ্রাপ্ত এসব তরুণ অভিবাসী রীতিমতো বহিষ্কার আতঙ্কে আছে- তারা যুক্তরাষ্ট্রের শহরে-বন্দরে ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করছে। তাদের পক্ষে ডেমোক্র্যাট ও পল রায়ানসহ অনেক রিপাবলিকান নেতাও সুপারিশ করেছেন ট্রাম্পের কাছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি হোমল্যান্ড সিকিউরিটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নতুন কোন অনিবন্ধিত তরুণ অভিবাসীর আবেদন তারা আর গ্রহণ করবে না। এসব অসহায় তরুণ অভিবাসীদের পক্ষ নিয়ে কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বড় ছেলে ৭২ বছর বয়স্ক মাইকেল রিগ্যান। তিনি বলেন, ‘আজ যদি রোনাল্ড রিগ্যান এ দেশের প্রেসিডেন্ট থাকতেন, তবে কখনও এসব ড্রিমার্সদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতেন না। মঙ্গলবার এক টুইট বার্তায় মাইকেল বলেন, ‘আমার পিতা (রিগ্যান) কংগ্রেসের সঙ্গে আলোচনার মাধ্যমে কোন না কোন পথ খুঁজে বের করতেন- যাতে তারা এদেশে থাকতে পারে।’ মাইকেল আরও বলেন, ট্রাম্প, ওবামা যুগের কর্মসূচীর অধীনে সুবিধাপ্রাপ্ত এসব ড্রিমারদের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কংগ্রেসের হাতে ছেড়ে দিয়েছেন। অথচ ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে এককভাবে ‘ডাকা’ প্রোগ্রাম গ্রহণ করেন। এর মাধ্যমে ট্রাম্প কংগ্রেসের হাতে ড্রিমারদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিলেন। এটি মনে রাখা উচিত যে, অভিবাসী নিয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবলমাত্র কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।’ মাইকেল রিগ্যান ডেক্রোক্র্যাটদের সমালোচনা করে বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকাকালে যখন রাষ্ট্রীয় তিনটি প্রতিষ্ঠানই তাদের নিয়ন্ত্রণাধীন ছিল- তখন তারা অভিবাসী নীতির সংস্কারের লক্ষ্যে কোন কাজ করেনি। এখন ট্রাম্প অন্তত : বলটি যথাযথ স্থানে (কংগ্রেস) রেখেছেন- তারা রাষ্ট্রীয় তিনটি বিভাগেরই (আইন, বিচার ও নির্বাহী) নিয়ন্ত্রণে আছে। তারা হয় এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবে, না হয় ঘরে ফিরে যাবে।
×