ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ড, এরপর কেমব্রিজ

প্রকাশিত: ০৪:৫৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ড, এরপর কেমব্রিজ

সদ্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে এ বছর বিশ্বের এক নম্বর স্থানে উঠে এসেছে অক্সফোর্ড। ৯২১ বছরের পুরনো ব্রিটেনের এই ইউনিভার্সিটি থেকে প্রতি বছর প্রায় ২৪ হাজার ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরও একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ ইউনিভার্সিটি কেমব্রিজ। গত বছরের তালিকায় চার নম্বরে ছিল কেমব্রিজ। বিবিসি। গত ১৩ বছরে এই প্রথম সেরা তালিকার প্রথম দু’টি স্থানেই দুই ব্রিটিশ ইউনিভার্সিটি থাকল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং চতুর্থ স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকার পঞ্চম স্থানটিও মার্কিন ইউনিভার্সিটির দখলে। এ স্থানে রয়েছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি। বিশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশের ছয়টিই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দখলে। তালিকার প্রথম দশে মার্কিন ও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আধিপত্যের মধ্যেও জায়গা করে নিয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি জুরিখ। তালিকার নবম স্থানে এর নাম উঠে এসেছে। তালিকা তৈরিতে ইউনিভার্সিটিগুলোর গবেষণামূলক উৎকর্ষ, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, বিভাগ, বিদেশী ছাত্রছাত্রীর সংখ্যা ইত্যাদি আরও নানা দিক বিবেচনা করে দেখা হয়।
×