ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম ছিল

প্রকাশিত: ০৪:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৭

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম ছিল

স্টাফ রিপোর্টার ॥ প্রয়োজনীয় সংস্কারের অভাব এবং ভয়াবহ বন্যা ও প্রবল বর্ষণে সারাদেশের ৫০ শতাংশেরও বেশি সড়ক ও মহাসড়কে খানাখন্দ থাকলেও ঈদ-উল-আযহায় ঘরমুখো মানুষের দুর্ভোগ আশঙ্কার চেয়ে কম ছিল। একই ভাবে নানা আতঙ্ক সত্ত্বেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানিও তুলনামূলক কম ঘটেছে এবং নৌ ও রেলপথ ছিল দুর্ঘটনামুক্ত। তবে প্রবল স্রোত ও নাব্য সঙ্কটে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বিপর্যস্ত হওয়ায় ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। এছাড়া লঞ্চ ও বাসের অতিরিক্ত ভাড়া আদায় এবং ট্রেন, লঞ্চ ও বাসের ছাদে ও পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে। বেসরকারী এ সংগঠনের ঈদ পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। তবে এবারের ঈদে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সবগুলো বাস টার্মিনালসহ রাজধানীর সর্বত্র এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। ২৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার কমলাপুর ও সেনানিবাস রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটসহ রাজধানীর সব বাস টার্মিনালের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজপোর্টাল, জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকার অনলাইন ও মুদ্রিত সংস্করণে প্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
×