ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিহত রোহিঙ্গাদের স্মরণে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির গায়েবানা জানাজা

প্রকাশিত: ০৪:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৭

নিহত রোহিঙ্গাদের স্মরণে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির গায়েবানা জানাজা

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনে যারা মারা গেছে তাদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে সুপ্রীমকোর্টে। বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজ শেষে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের মসজিদে রোহিঙ্গা মৃতদের স্মরণে এই জানাজা পড়া হয়। এ সময় সুপ্রীমকোর্টের আইনজীবী ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জোহরের নামাজ শেষে মসজিদের খতিব মাওলানা মোঃ খুরশীদ আলমের ইমামতিতে নিহত রোহিঙ্গাদের জানাজা অনুষ্ঠিত হয়। আইনজীবী ও মসজিদের মুসল্লিরা সমবেত হয়ে রোহিঙ্গাদের জন্য সাহায্য-সহযোগিতা কামনা করেন। আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট ওজিউল্লাহ জানাজায় অংশ নেন। আন্তর্জাতিক মহলে আরও বেশি তৎপরতা বাড়ানোর জন্য আমাদের (বাংলাদেশের) সরকারকেও এই বিষয়ে সোচ্চার হতে হবে। কারণ কোন সুস্থ মানুষ এমন নির্যাতন মেনে নিতে পারে না। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে বাংলাদেশ বার কাউন্সিল জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে। বৃহস্পতিবার বার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে রাখাইন রাজ্যে সে দেশের সামরিক বাহিনী নিরপরাধ শিশু, নারীসহ সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাড়িঘরে আগুন জ্বালিয়ে নির্বিচারে গুলি করে হত্যাসহ ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। প্রাণভয়ে গত কয়েকদিনে প্রায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে যা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা নজিরবিহীন। এই গণহত্যা ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের দায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল মনে করে মানবাধিকার লঙ্ঘন করে সামরিক বাহিনীর সহায়তায় এই সমস্যার সমাধান কোনক্রমেই সম্ভব নয়। বরং এই সমস্যা মিয়ানমার সরকারকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। একটি জাতিগোষ্ঠীকে তার নাগরিকত্বসহ ন্যূনতম মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে মিয়ানমার সরকার যে অদূরদর্শী হত্যাযজ্ঞ চালাচ্ছে বিজ্ঞপ্তিতে তার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ একটি বর্ণবাদী ও সাম্প্রদায়িক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। অবিলম্বে এই নিষ্ঠুর বর্ণবাদী হত্যাযজ্ঞ বন্ধ করা ও বাংলাদেশে আশ্রয় নেয়া সকল রোহিঙ্গাকে অবিলম্বে মিয়ানমারে সম্মানজনকভাবে ফেরত নেয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সঙ্কট সমাধানে আন্তরিকতার সঙ্গে যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তার প্রতি সমর্থন জানিয়েছেন।
×